May 29, 2024, 1:52 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

মৌলভীবাজার সদর সোনার বাংলা আদর্শ ক্লাব মেধা যাচাই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

রিপন মিয়া,মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
সদর উপজেলার সরকারবাজার এলাকার সোনার বাংলা আদর্শ ক্লাব ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি, সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ দিয়েছে।সংগঠনের সদস্যরা আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।সংগঠনটির সভাপতি কয়েছ আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিপন মিয়া,, সাম্মু চৌঃ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, ব্যাংকার অ্যাড. আবু তাহের, শেরপুর ফাঁড়ির ইনচার্জ সাব্বির আহসান, সাংবাদিক নূরুল ইসলাম, হোসাইন আহমদ, সমাজকর্মী মিরাজ চৌধুরী প্রমুখ।অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আবুল বশর, শিক্ষক জুয়েল আহমদ, মুজিবুর রহমান, স্থানীয় আ’লীগ নেতা এমদাদুল হক জুনু, সাংবাদিক আব্দুস সামাদ আজাদ, আমিনুল ইসলাম সাহেদ, তাজুদুর রহমান, জুয়েল আহমদসহ অনেকে।সম্প্রতি অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষায় ৩৯টি স্কুলের তৃতীয় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৭শ ৫১ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এদের মধ্য থেকে ১০ শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। ট্যালেন্টপুলে উত্তীর্ণদের নগদ টাকা, ক্রেস্ট, সনদপত্র, ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। অপর ৫০ মেধাবী শিক্ষার্থীকে শুধু ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এ দিকে কুইজ বিজয়ী ১০ শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন ওই ক্লাবের সদস্যরা।এছারা উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি তোফায়েল আহমেদ,শাকির হোসেন, সাইফুল ইসলাম উজ্জল,জায়েদ আহমেদ,সাধারণ সম্পাদক রিপন মিয়া,সহ-সাধারণ সম্পাদক -আলামিন কবির সোহাগ,জুবায়ের আহমেদ,অপু বর্মণ, মামুনূর রশীদ মাছুম,রিজন আহমেদ, সাইদুর রহমান,পবলু আহমেদ,মুকিদ আহমেদ, ইমাদ আহমেদ,ইকবাল আহমেদ, নয়ন আহমেদ, রায়হান আলী,সহ প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ ডিসেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর