May 29, 2024, 1:52 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

মোংলা বন্দরে বিদেশী জাহাজ থেকে চুরি হওয়া সকল মালামাল উদ্ধার করেছে কোস্ট গার্ড 

মোংলা প্রতিনিধি
মোংলা বন্দরের ফেয়ারওয়েবয়া এলাকায় থাকা বিদেশী জাহাজ থেকে চুরি হওয়া সকল মালামাল উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বৃহস্পতিবার দুপুরে জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে লাইবেরিয়ান পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি এএস এলিনা কাতারের রুয়াইস বন্দর থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ৩১ হাজার ৮শ ৬৮ দশমিক ২৮০ মেট্টিক টন ইউরিয়া সার নিয়ে মোংলা বন্দরের বহিঃনোঙ্গরের ফেয়ারওয়েবয়া এলাকায় অবস্থান নেয়। এরপর রাত পৌনে ১টার দিকে ১৫/২০ সদস্যের একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী দল জাহাজটিতে উঠে বোসন লকার রুম ভেঙ্গে পেইন্টসহ বিভিন্ন মালামাল চুরি করে। পরবর্তীতে ওই রাতেই জাহাজটির নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কোস্ট গার্ড’র জাহাজ কামরুজ্জামান ও তামজীদ বহিঃনোঙ্গর এলাকায় যায়। সেখানে পৌঁছে কোস্ট গার্ড গোয়েন্দা তৎপরতা শুরু করেন। যার প্রেক্ষিতে বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের দুইটি আভিযানিক দল মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকারীরা বিদেশী জাহাজ এলিনা থেকে চোরাইকৃত মালামালসহ একটি ৪ সিলিন্ডার ও একটি ২ সিলিন্ডার বিশিষ্ট বোট জব্দ করেন। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী দল রাতের অন্ধকারে নৌকা থেকে পানিতে লাফ দিয়ে পালিয়ে যায় বিধায় কেউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বোট দুইটিতে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ পেইন্ট, জাহাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজসহ চোরাইকৃত সকল মালামাল উদ্ধার করা হয়। এছাড়াও দুষ্কৃতিকারীদের ব্যবহৃত রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরণের ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড কর্মকর্তা খন্দকার মুনিফ তকি বলেন, উদ্ধারকৃত মালামাল বাণিজ্যিক জাহাজে ফেরত দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া দুষ্কৃতিকারীদের সনাক্ত ও আটকে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Share Button

     এ জাতীয় আরো খবর