May 20, 2024, 8:24 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

মোংলায় জেজেএস’র পুষ্টি মেলা অনুষ্ঠিত

বায়জিদ হেসেন, মোংলাঃ
 উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এবং মোংলা পোর্ট পৌরসভা আয়োজনে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত ( ক্রেইন ) প্রকল্প’র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস ও রূপান্তর’র ব্যবস্থাপনায় ২৯ ডিসেম্বর বুধবার বিকেলে দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী পুষ্টি মেলার সমাপনী অনুষ্ঠান হয়। বুধবার বিকেল ৩টায় পুষ্টি মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও পত্নী ইন্দ্রানী সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, পৌর কাউন্সিলর জি এম আলামীন ও নারী কাউন্সিলর জোহরা বেগম। এছাড়া বক্তব্য রাখেন জেজেএস’র তরুন বড়–য়া, রূপান্তর’র বিপাশা রায় প্রমূখ। ”খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” শ্লোগানে পুষ্টি মেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৫০টি স্টল ছিলো। এর আগে বুধবার সকাল ১০টায় পুষ্টি মেলার উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। সমাপনী অনুষ্ঠানে স্টল কর্তৃপক্ষ ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিগত সময়ে মোংলা উপজেলার ছয় ইউনিয়নে আয়োজিত পুষ্টি মেলার প্রতিযোগী এবং ইউপি চেয়ারম্যানদের পুরস্কৃত করা হয়। অন্যদিকে বুধবার সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে জেজেএস আয়োজিত পুষ্টিমান উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসুচিতে আওতাভূক্তিকরণ বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাংবাদিক মো. নূর আলম শেখ, উন্নয়ন কর্মী সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমূখ।
Share Button

     এ জাতীয় আরো খবর