March 29, 2024, 8:28 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

মুজিব শতবর্ষ উপলক্ষে বাঘৈর হাইস্কুলে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহীন আহমেদ,কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মু‌জিব বর্ষ) উপলক্ষে বাঘৈর হাই স্কুলের উদ্যোগে ৭ই মার্চের ভাষণ  প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ ৭ মার্চ শনিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নুর মোহাম্মদ। এসময় তিনি বলেন, ৭ এই মার্চ বাঙালি জাতির জীবনে একটি অন্যতম শ্রেষ্ঠ দিন। হাজার ৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে ইতিহাসের একজন মহানায়ক তার তর্জুনী উঁচিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ওই ভাষণেই তিনি বাঙালি জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন- ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।
তিনি আরো বলেন, তার এই ভাষণ শেষে আবার স্বাধীনতার পক্ষে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রেসকোর্স ময়দান ও এর আশপাশ। বলতে গেলে পুরো ঢাকা শহর। সেদিন থেকেই যেন ‘স্বাধীনতা’ শব্দটি একান্তই বাঙালির হয়ে যায়।
বাঘৈর হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল মনসুর আহমেদ বলেন, আমরা একটা ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করতে চেয়েছি। যাতে করে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের জন্য নিজের করণীয় সম্পর্কে উদ্ভূদ্ধ হয়। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে গড়তে শিক্ষার্থীদের কেই এগিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা নেছার আহমেদ, মিল্টন মজুমদার, বিকাশ বৈরাগী, বজলুর রহমান, নূরে আলম সহ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।
প্রাইভেট ডিটেকটিভ/৭ মার্চ ২০২০/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর