May 30, 2024, 5:42 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

‘মাশরাফির মতো দেশপ্রেমিক অধিনায়ক আর দেখিনি’

‘মাশরাফির মতো দেশপ্রেমিক অধিনায়ক আর দেখিনি’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দুপুরের কড়া রোদেও উচ্ছ্বাসের কমতি নেই সমর্থকের মধ্যে। কানায় কানায় পূর্ণ বলা যায় না। তবে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে দর্শক সংখ্যাটা আলোচনায় আসার মতোই। ৮ মাস পর মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছে ক্রিকেট। বাংলাদেশ সমর্থকদের কাছে তাই আগ্রহটাও চোখে পড়ার মতো।

তবে কেউ কেউ শুধু ক্রিকেটেই আটকে থাকেন না। ভালোবাসাটা চলে যায় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পর্যন্ত।

তেমনই একজন মাহবুব মুর্শেদ জাকল। পেশায় একজন আইনজীবি। ছিলেন ১নং মাইজপাড়া, নড়াইলের চেয়ারম্যান। সেই নড়াইল থেকে ছুটে এসেছেন ক্রিকেটের টানে, সর্বপরি মাশরাফির টানে।

ক্রিকেটটা ছোটবেলা থেকেই পছন্দ। আতহার আলী, আকরাম খানদের ক্রিকেটের খোঁজ রাখলেও, বাংলাদেশ ক্রিকেটের পাড় সমর্থক ছিলেন না। কখনো ভারত,  কখনো পাকিস্তান আবার কখনো ওয়েস্ট ইন্ডিজ সমর্থন করতেন। কিন্তু ২০১৫ সালে মাশরাফির হাতে অধিনায়কত্ব আসার পর অন্য কিছু ভাবার কথা চিন্তাও করেননি।

মাশরাফির কথা বলতে বলতে চোখ ছলছল করে ওঠে। বলেন, ‘আইসিসিতে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোবাসাটা বেড়েছে। কিন্তু কৌশিকের হাতে অধিনায়কত্ব আসার পর তো আর কিছু ভাবারই চিন্তা করিনি। শুধু আমাদের ছেলে বলেই না, মাশরাফির মতো দেশপ্রেমিক আর কোনো অধিনায়কের মধ্যে দেখিনি।’

কথা হলো, পুরান ঢাকা থেকে আসা ছাত্র ফাহাদের সঙ্গে। জানালেন ক্রিকেট ও মাশরাফির প্রতি ভালোবাসার কথা। বলেন, ‘দুদিন আগে থেকে টিকেটের জন্য কত জায়গায় গিয়েছি। বাংলাদেশ ও মাশরাফি ভাইয়ার ঢাকার কোনো ম্যাচ মিস করি না।’

Share Button

     এ জাতীয় আরো খবর