March 29, 2024, 7:00 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

ভ্রাম্যমান টিসিবির পণ্যসামগ্রী বিক্রয়ের উদ্বোধন করলেন এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

 

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও যখন মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টানের আওতায়, গরীব ও নিম্ন আয়ের মানুষ হয়ে পড়েছে দিশেহারা। টিক সেই মুহুর্তে রাজশাীর তানোর উপজেলায় ভ্রাম্যমান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্যসামগ্রী বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ২০২০ ইং তানোর উপজেলা চত্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন (রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী) স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।এসময়ব বিনা মূল্যের মাস্ক সাধারণ মানুষের মধ্যে বিতরণ করতে দেখা গেছে। সাধারণ ছুটির সময় মানুষ এসব পণ্য টিসিবির পরিবেশকদের ভ্রাম্যমাণ গাড়ী থেকে কিনতে পারছেন। দ্রব্যমূল্যের তালিকায় থাকছে, যেমন চিনি কেজিপ্রতি ৬৫ থেকে ৭০ টাকা। টিসিবির ট্রাক থেকে কিনলে সাশ্রয় হচ্ছে বর্তমান আাজার দরে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। মাঝারি দানার মসুর ডাল কিনলে সাশ্রয় কেজিতে ২৫ থেকে ৩০ টাকা। কারণ, বাজারে এ ডাল কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকা, টিসিবি বিক্রি করছে ৫০ টাকা দরে। এক লিটার সয়াবিন তেলেও ২০ থেকে ২৫ টাকা সাশ্রয় হচ্ছে। কারণ, টিসিবির তেলের লিটার ৮০ টাকা, আর বাজারে ১০০ টাকার বেশি।উক্ত ভ্রাম্যমান টিসিবির পণ্যসামগ্রী বিক্রয়ের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহতো, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা আবুল বাসার সুজন। এ ছাড়াও (টিসিবি)’র প্রতিনিধিরা সহ দুরত্ব বজায় রেখে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ এপ্রিল ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর