September 21, 2024, 6:56 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

ভারত মেলবোর্ন টেস্ট জিতে এগিয়ে গেল

ভারত মেলবোর্ন টেস্ট জিতে এগিয়ে গেল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পঞ্চম দিনে লড়াই করতে পারলো না অস্ট্রেলিয়া। ২৭ বলের মধ্যে তাদের শেষ দুটি উইকেট তুলে নিল ভারত। সহজেই মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেল বিরাট কোহলির দল।

তৃতীয় টেস্ট ১৩৭ রানে জিতেছে সফরকারীরা। ৩৯৯ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া থেমেছে ২৬১ রানে। চার ম্যাচর সিরিজে ভারত এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। সঙ্গে নিশ্চিত করেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখা।

১৯৭৭-৭৮ মৌসুমের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট জিতল ভারত। সেবার পাঁচ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে হেরে গিয়েছিল সফরকারীরা।

মেলবোর্নে জিতে ভারতের হয়ে অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলীর দেশের বাইরে সবচেয়ে বেশি ১১ টেস্ট জয়ের রেকর্ড স্পর্শ করলেন কোহলি।

দারুণভাবে ২০১৮ সাল শেষ করল ভারত। আগামি বছর তাদের সামনে অপেক্ষা করছে আরও বড় প্রাপ্তির হাতছানি, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়। আগের ১১ সফরে তিনবার সিরিজ ড্র করতে পেরেছিল ভারত, যার শেষটি ২০০৩-০৪ মৌসুমে। সিডনিতে চতুর্থ ও শেষ টেস্ট শেষ হবে বৃহস্পতিবার।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনের খেলা ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় সেশনে খেলা শুরু হলে তিন রান যোগ করে অলআউট হয়ে যায় ৮ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া।

আগের দিন প্রতিরোধ গড়া প্যাট কামিন্সকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন জাসপ্রিত বুমরাহ। পরের ওভারে ন্যাথান লায়নকে ফিরিয়ে দলকে জয় এনে দেন ইশান্ত শর্মা।

দুই ইনিংস মিলিয়ে ৮৬ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বুমরাহ।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৪৪৩/৭ ইনিংস ঘোষণা

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৫১

ভারত ২য় ইনিংস: ১০৬/৮ ইনিংস ঘোষণা

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৯) (আগের দিন শেষে ২৫৮/৮) ৮৯.৩ ওভারে ২৬১ (কামিন্স ৬৩, লায়ন ৭, হেইজেলউড ০*; ইশান্ত ২/৪০, বুমরাহ ৩/৫৩, জাদেজা ৩/৮২, শামি ২/৭১, বিহারি ০/৭)

ফল: ভারত ১৩৭ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জাসপ্রিত বুমরাহ

Share Button

     এ জাতীয় আরো খবর