May 16, 2024, 2:33 am

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার জৈন্তাপুরে রৌদ্রজ্জ্বল ফুটবল মাঠে বজ্রপাতে ফুটবলার নিহত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায় আদালতের রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড রংপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগে আরডিএফএ’র সংবাদ সম্মেলন ধরমপুর ইউনিয়ন সাতবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন আলহাজ্ব কামারুল আরেফিন এমপি ভাটি বাংলার ফকির চাচাখ্যাত” কালজয়ী সাংবাদিক ফকির কালাশাহ ওসমানী হাসপাতালে ভর্তি পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ স্বজনদের মিঠাপুকুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১ জন উখিয়ায় র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্য ধ্বংস করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগনের প্রশিক্ষণ কর্মশালা

ব্রাজিলের কারাগারে দাঙ্গায় নিহত ৪২

ব্রাজিলের কারাগারে দাঙ্গায় নিহত ৪২

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের উত্তরাঞ্চলের চারটি কারাগারে সোমবার ভয়াবহ দাঙ্গায় অন্তত ৪২ কয়েদি নিহত হয়েছে। কারাকর্তৃপক্ষ একথা জানিয়েছে।একটি কারাগারে দাঙ্গায় ১৫ জন নিহত হওয়ার মাত্র একদিন পরই এই ঘটনাটি ঘটল।অ্যামাজোনাসের রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় কয়েদিরা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বলে মনে হচ্ছে।সর্বশেষ এই সংঘর্ষের ঘটনাগুলোতে দেশটির কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি বন্দি রাখা ও সহিংস কারা পদ্ধতির চিত্রই তুলে ধরল।খবর বার্তা সংস্থা এএফপি’র।অ্যামাজোনাস অঙ্গরাজ্যের রাজধানী মানাউসের কাছে অ্যান্টোনিও ত্রিনদাদে পেনাল ইনস্টিটিউটের অন্তত ২৭টি লাশ পাওয়া গেছে। এখানেই চারটি কারাগার অবস্থিত।কারাগারগুলোর নিরাপত্তা বাড়াতে ফেডারেল সরকার থেকে নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে।রাজ্যের গভর্নর উইলসন লিমা এক বিবৃতিতে বলেন, ‘আমি বিচারমন্ত্রী সের্গিও মোরোর সাথে কথা বলেছি। এই সংকটময় মুহূর্তে আমাদের সাহায্যের জন্য তিনি অ্যামাজোনাসে একটি কারা তদন্তকারী দল পাঠাচ্ছেন।’কারাগারগুলোতে ভয়াবহ সহিংসতা সত্ত্বেও লিমা জানান ডে রাজ্যে নিরাপত্তা বাড়ানোর ফলে রাজ্যে নরহত্যা ও ডাকাতি কমানো সম্ভব হয়েছে।আনিসিও বোমিম পেনাল কমপ্লেক্সে রোববারের গণহত্যার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এর পাশাপাশি সোমবারের মৃত্যুর কারণ তদন্ত করা হবে।সর্বশেষ সহিংসতায় নিহত চারজনকে আনিসিও জোবিম কারাগারে পাওয়া গেছে।এই কারাগারে ২০১৭ সালে জানুয়ারি মাসে প্রায় ২০ ঘন্টার বিদ্রোহে ৫৬ জন প্রাণ হারায়।প্রভিশনাল ডিটেনশন সেন্টার ফর মেন এ পাঁচ জন নিহত হয়েছে। পুরাকুয়েকুয়ারা প্রিজন ইউনিটে ছয় জন নিহত হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর