September 21, 2024, 6:57 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

বিশ্ব শিক্ষক দিবসে গাইবান্ধায় নানা কর্মসূচী পালিত

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।  ।  

 

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ ২৮ অক্টোবর সোমবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় ছিন্নমূল মহিলা সমিতি ওই কর্মসূচীর আয়োজন করে। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ডিসি অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলাশবাড়ী রোডস্থ ছিন্নমূল মহিলা সমিতিতে গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন। পরে ছিন্নমূল মহিলা সমিতি মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি অধ্যক্ষ একরামূল হক খানের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন উপ-সচিব ডিডি এলজি মোছা. রোখছানা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক মো. মেহেদী আকতার, গণস্বাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুর রউফ, ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মো. মুর্শিদুর রহমান খান, ব্র্যাক প্রতিনিধি অমল কুমার দাম, ফ্রেন্ডশীপ প্রতিনিধি মো. আবদুস সালাম, ছিন্নমূল মহিলা সমিতির প্রোগ্রাম অফিসার এবিএম মাসুদুন্নবী প্রামাণিক লিপন, সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী, শিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমূখ।

Share Button

     এ জাতীয় আরো খবর