March 28, 2024, 9:08 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে খালেদা জিয়াকে সাজা দেওয়ার ষড়যন্ত্র: নোমান

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে খালেদা জিয়াকে সাজা দেওয়ার ষড়যন্ত্র: নোমান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বর্তমান সরকার বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গতকাল শুক্রবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নোমান। বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ গণতন্ত্র চায়, এই গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষ স্বাধীনতা অর্জন করেছে। আজকে আবার নতুন করে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করতে হচ্ছে, নতুন করে আমাদের মানবাধিকার-সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নোমান বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ থাকে; কিন্তু এই ষড়যন্ত্র আজকে দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে। এটা তাঁকে জনবিচ্ছিন্ন করার অপপ্রয়াস। আমরা এই অপপ্রয়াসের বিরুদ্ধে লড়ে যাবে। বিচার বিভাগকে যেভাবে আজকে সরকার গিলে খাচ্ছে এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের ইচ্ছে পূরণের অপচেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধেও আমরা লড়াই করব। আমরা এমন একসময় এখানে উপস্থিত হয়েছি, যখন দেশে কোনো মানবাধিকার নেই, সুশাসন নেই; অর্থনীতি আজ ধ্বংসের মুখে। পাশাপাশি সরকারের ষড়যন্ত্র হচ্ছে ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করে অথবা নির্বাচনবিহীন নতুন পদ্ধতি আবিষ্কার করে ক্ষমতায় অধিষ্ঠিত থাকা। সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, স্বৈরাচার আইয়ুব খান, ইয়াহিয়া খান পরাজিত হয়েছেন। তাঁদের বন্দুক-রাইফেল কোনো কাজে আসে নাই। এরশাদ ক্ষমতায় থাকার জন্য বহু চেষ্টা করেছে; কিন্তু পারে নাই। গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াব। আমরা সরকারের সঙ্গে আলোচনা করতে চাই। আর সরকার তা করতে না চাইলে তাদের বিরুদ্ধে আন্দোলন করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, কৃষক দলের সহসভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, এম এ তাহের, নাজিম উদ্দীন মাস্টার, এ কে এম মোয়াজ্জেম হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন, মোহাম্মদ জসিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল আলিম প্রমুখ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর