March 28, 2024, 3:55 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

বিকেএসপির জয় সুপার ওভার রোমাঞ্চে

বিকেএসপির জয় সুপার ওভার রোমাঞ্চে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বারবার রঙ পাল্টানো ম্যাচ শেষ পর্যন্ত হল টাই। উত্তেজনা ছড়াল সুপার ওভারেও। দারুণ বোলিংয়ে সেখানে ব্যবধান গড়ে দিলেন সুমন খান। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নাটকীয় জয়ে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি শুরু করল নবাগত বিকেএসপি।

সুপার ওভারে ফরহাদ রেজার প্রথম দুই বল থেকে ৬ রান নেয় বিকেএসপি। তৃতীয় বলে আউট হয়ে যান আকবর আলী। পরের বলে রান আউট হয়ে ফিরেন শামিম হোসেন।

৭ রানের লক্ষ্য তাড়ায় ৪ রান করে দোলেশ্বর। সুমনের প্রথম চার বল থেকে আসে চার রান। পঞ্চম বলে শামিমকে ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক রেজা। পরের বলে হাসান মুরাদের হাতে ধরা পড়েন তাইবুর রহমান। ‘ডি’ গ্রুপের ম্যাচে সোমবার সুপার ওভারে ২ রানে জেতে বিকেএসপি।

এর আগে প্রাইম দোলেশ্বরের ১১১ রান তাড়ায় শেষ বলে ১১১ রানে গুটিয়ে যায় বিকেএসপি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ রানের মধ্যে সৈকত আলী ও সাইফ হাসানকে হারায় দোলেশ্বর।

২৪ বলে ২৯ রান করে বিদায় নেন ওপেনার মোহাম্মদ আরাফাত। এক প্রান্ত আগলে রেখে একটি করে ছক্কা-চারে ৪৩ বলে ৪১ রানের দায়িত্বশীল ইনিংসে দলের সংগ্রহ তিন অঙ্কে নিয়ে যান মাহমুদুল হাসান।

১৮ রানে ৩ উইকেট নিয়ে বিকেএসপির সেরা বোলার পেসার সুমন।

ছোট রান তাড়ায় মানিক খানের ছোবলে শুরুতেই চাপে পড়ে বিকেএসপি। আলিস ইসলামের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক করা গতিময় এই পেসার পরপর তিন বলে ফিরিয়ে দেন ফাহাদ আহমেদ, পারভেজ হোসেন ও রাতুল খানকে। পরে মানিক তুলে নেন আমিনুল ইসলামের উইকেট।

পাঁচ ওভারে ১৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া বিকেএসপি প্রতিরোধ গড়ে শামিম ও আকবরের ব্যাটে। পঞ্চম উইকেটে অনূর্ধ্ব-১৯ দলের দুই ব্যাটসম্যান গড়েন ৮০ রানের চমৎকার জুটি।

জয়ের জন্য শেষ ৩ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল বিকেএসপির। হাতে ছিল ৬ উইকেট। সেই সমীকরণ মেলাতে পারেনি তারা। শেষ বলে প্রয়োজন ছিল ২ রান, ১ রান নিয়ে মুরাদ রান আউট হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

৩৬ বলে তিন ছক্কা ও এক চারে ৪৫ রান করেন শামিম। একটি করে ছক্কা-চারে কিপার-ব্যাটসম্যান আকবর ৪২ রান করেন ৪৪ বলে।

১২ রানে ৪ উইকেট নিয়ে দোলেশ্বরের সেরা বোলার মানিক। দারুণ বোলিংয়ের জন্য এই গতিময় পেসার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম দোলেশ্বর: ২০ ওভারে ১১১/৯ (সৈকত ১, আরাফাত ২৯, সাইফ ১, মার্শাল ৪, মাহমুদুল ৪১, তাইবুর ১৭, জসিম ৪, রেজা ২, সানি ১, মানিক ৭*, এনামুল জুনিয়র ০*; সুমন ৩/১৮, মুকিদুল ২/৩৮, কাইয়ুম ১/১০, শামিম ০/৫, মুরাদ ০/২২, ইকবাল ১/১৭)

বিকেএসপি: ২০ ওভারে ১১১ (ফাহাদ ০, রাতুল ৩, পারভেজ ০, আমিনুল ৭, শামিম ৪৫, আকবর ৪২, কাইয়ুম ০, ইকবাল ০, সুমন ৬*, মুকিদুল ৭, মুরাদ ১; মানিক ৪/১২, রেজা ১/১৬, আরাফাত ০/১৫, সানি ০/৩২, এনামুল জুনিয়র ০/১৮, মাহমুদুল ০/১৫, তাইবুর ১/৩)

ফল: টাই, সুপার ওভারে বিকেএসপি ২ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মানিক খান

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর