March 29, 2024, 6:13 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

বিএনপিতে যোগ দিলেন আ. লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি

বিএনপিতে যোগ দিলেন আ. লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও আলোচিত রাজনীতিক গোলাম মাওলা রনি। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি দলটিতে যোগ দেন। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, সেই আন্দোলনে শামিল হলেন গোলাম মাওলা রনি। ফলে এ আন্দোলন আরও বেগবান হলো। ফখরুল বলেন, গোলাম মাওলা রনি একজন মেধাবী কলামিস্ট ও লেখক। ব্যক্তিগত পরিচয় তেমন না থাকলেও কাশিমপুর কারাগারে থাকার সময় তার সঙ্গে আমার পরিচয় হয়। তিনি বিএনপিতে যোগ দেওয়ায় আমরা আনন্দিত। গোলাম মাওলা রনি বলেন, স্বজ্ঞানে স্বশরীরে আমি বিএনপিতে যোগদান করলাম। স্বজ্ঞানে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সারাদেশের মানুষের সেবা করবো। পটুয়াখালী-৩ আসনের এ রাজনীতিক বলেন, দেশের বর্তমান যে অবস্থা, এখানে শুধু নমিনেশন জড়িত নয়। আমি জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে এসেছি, এখানে যে আমার স্বপ্ন নেই, তাহা ডাহা মিথ্যা কথা হবে। প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। আবার মনোনয়ন না পেলে যে বিএনপি ত্যাগ করবো, তা কখনোইনা। আমি আমৃত্যু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকবো। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল প্রশ্নের জবাবে বলেন, দল গোলাম মাওলা রনিকে সঠিকভাবে মূল্যায়ন করবে। গতকাল সোমবার সকালেই বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা গণমাধ্যমকে নিজেই জানিয়েছিলেনন গোলাম মাওলা রনি। তিনি বলেছিলেন, যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় তাহলে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করব। এদিন দুপুরে নিজের ফেসবুক পেজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি। তিনি লিখেন- আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি। আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামব। দেখা হবে সবার সঙ্গে- এবং দেখা হবে বিজয়ে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু ও শ্যামা ওবায়েদ প্রমুখ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর