May 20, 2024, 4:48 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

বগুড়ায় বিপুল পরিমান মাদক আটক, মা-ছেলে সহ গ্রেফতার ৪

বগুড়ায় বিপুল পরিমান মাদক আটক, মা-ছেলে সহ গ্রেফতার ৪

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বগুড়ায় র‌্যাব এর বিশেষ অভিযানে রড ভর্তি ট্রাকে পাচারের সময় ইয়াবার একটি বড় চালান আটক করা হয়েছে। ঘটনার সাথে জরিত থাকার অপরাধে গ্রেফতার করা হযেছে ২ জনকে। এ সময় উদ্ধার করা হয়েছে কক্সবাজার থেকে আনা ৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট। পৃথক এক অভিযানে ১৫ কেজি গাঁজা সহ মা ছেলেকে আটক করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, ট্রাক চালক জয়পুরহাটের কালাই উপজেলার পূর্ব সরাইল গ্রামের আবদুল রশিদ মন্ডলের ছেলে রেজা মন্ড(২৫) এবং হেলাপার বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিমারপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানা (২০)। অন্যরা হল সদরের চান্দোপাড়া এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম(৪৫)এবং ছেলে আপেল মাহমুদ। গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়া র‌্যাব-১২ বিশেষ কোম্পানীর সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জানানো হয় ,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ,কক্সবাজারের টেকনাফ থেকে নিয়ে আসা একটি বড় মাদকের চালান একটি রড ভর্তি ট্রাকে উত্তরাঞ্চলে পাচার করা হচ্ছে। ওই খবরে ভিত্তিতে গত বুধবার বিকালে বগুড়া র‌্যাবের একটি বিশেষ দল শহরের ঢাকা-বগুড়া -রংপুর বাইপাস ১ নং সড়কের শহীদ জিয়া মেডিকেল কলেজের সামনে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী অভিযান চালায়। এর একপর্যায়ে তারা চট্রগাম থেকে আসা একটি রড ভর্তি ট্রাকের গতীরোধ করে তাতে তল্লাশী চালায়। তল্লাশীকালে ওই ট্রাক থেকে ৪হাজার পিচ ইয়াবা জব্দ করে তারা। এ ঘটনায় ট্রাক সহ আটক করা হয় ট্রাক চালক ও এর হেলপারকে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায় ট্রিপ দেবার সুযোগে তারা প্রায়শই কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে এসে বগুড়া সহ আশপাশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। অপরদিকে প্রথক এক অভিযান গতকাল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি বিশেষ দল সদর এলাকার বগুড়া রংপুর মহাসড়কের চান্দোপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তারা সেখানকার খড়িয়াজান ব্রীজ সংলগ্ন তিনমাথা মোড় থেকে ১৫কেজি গাঁজাসহমা ও ছেলেকে আটক করে। র‌্যাব আরো নিশ্চিত করে তারা মাঝে মধ্য লালমনিরহাটের বুড়িমারী এলাকা থেকে বাস যোগে গাঁজার চালান নিয়ে এসে বগুড়ার বিভিন্নস্থানে সরবরাহ করতো। এব্যাপারে বাদী হয়ে র‌্যাবের পক্ষে সংশ্লিষ্ট থানায় ২টি প্রথক মামলা দায়ের করে আসামি হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

 

Share Button

     এ জাতীয় আরো খবর