March 28, 2024, 11:57 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

বগুড়ায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাকছুদ আলম, বগুড়া জেলা প্রতিনিধি :-
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ০৪ (চার) কেজি গাঁজা এবং ১২০০ (এক হাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং-০৪/১০/২০২২ তারিখ ১৬.০০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন সেউজগাড়ী তিন রাস্তার মোড়ে সাইদুল এর লন্ডির সামনে পাকা রাস্তার উপর হইতে ০৪ (চার) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ মশিউর রহমান খোকন (৪৩), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-চমরগাছা ছয়ঘড়িয়া, থানা-সোনাতলা, জেলা-বগুড়া এ/পি সেউজগাড়ী নূর নাহার এর বাড়ি, থানা ও জেলা বগুড়াকে গ্রেফতার করেন।
এছাড়া বগুড়া ডিবির অপর একটি টিম ইং-০৪/১০/২০২২ তারিখ ২৩.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ বগুড়া রেলওয়ে ষ্টেশননের সামনে সাতমাথা টু তিনমাথা গামী রোডের পাকা রাস্তার পার্শ্বে হইতে ১২০০ (এক হাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ২। মোঃ আরিফুল ইসলাম (৩৪), পিতা-মোঃ আলাউদ্দিন, মাতা-মোছাঃ রাজেনা বেগম, সাং-ফুলবাড়ী মধ্যপাড়া, থানা ও জেলা বগুড়া, ৩। মোঃ আল আমিন (৪২), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-আল্পনা ইসলাম, সাং- হিজলা বেগুনবাড়ী, ডাকঃ আমিন বাজার, থানা-সাভার, জেলা-ঢাকাদ্বয়কে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, আসামী মোঃ মোঃ মশিউর রহমান খোকন এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি মামলা রহিয়াছে এবং ধৃত আসামী মোঃ আরিফুল ইসলাম এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৫ টি মামলা রহিয়া
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর