March 29, 2024, 12:41 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

বক‌শিগ‌ঞ্জে জা‌তির জন‌ক ও প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচু‌রের প্রতিবা‌দে বঙ্গবন্ধু প‌রিষ‌দের প্রতিবাদ সভা

সাইফুল ইসলাম, বক‌শিগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি :
জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছ‌বি ভাংচু‌রের প্রতিবা‌দে জামালপু‌রের বক‌শিগ‌ঞ্জে বঙ্গবন্ধু প‌রিষদ প্রতিবাদ সভা ক‌রে‌ছে।আজ ১৫ জুলাই (বুধবার) ঐ‌তিহ‌্যবাহী এন.এম উচ্চ বিদ‌্যাল‌য় মা‌ঠ বীর মু‌ক্তি‌যোদ্ধা শহীদ আহাদুজ্জামান মুক্ত ম‌ঞ্চে বঙ্গবন্ধু প‌রিষ‌দের ব‌্যানা‌রে প্রতিবাদ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সভায় সভাপ‌তিত্ব ক‌রে‌ছেন বঙ্গবন্ধু প‌রিষদ বক‌শিগঞ্জ উপ‌জেলা শাখা সহ-সভাপ‌তি সা‌য়েদুর রহমান মাস্টার। যুগ্ম সম্পাদক আশরাফুল হায়দা‌রের সঞ্চালনায় বক্তব‌্য রে‌খে‌ছেন সাংগঠ‌নিক সম্পাদক আলহাজ জয়নাল আ‌বেদীন, মু‌ক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা খ‌লিলুর রহমান, যুগ্ম সম্পাদক আবুল কা‌শেম। এছাড়াও বঙ্গবন্ধু প‌রিষ‌দের নেতৃবৃ‌ন্দের ম‌ধ্যে বক্তব‌্য রে‌খে‌ছেন আব্দুল খা‌লেক মাস্টার, হারুণ অর র‌শিদ মাস্টার, মোখ‌লেছুর রহমান লে‌লিন মাস্টার প্রমূখ।বক্তারা বার বার জা‌তির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচু‌রের তীব্র নিন্দা ও প্রতিবাদ ক‌রে‌ছেন। উ‌ল্লেখ‌্য, বিগত ২০১৩ স‌নে বক‌শিগঞ্জ উপ‌জেলা ছাত্রলী‌গের দলীয় কার্যাল‌য়ে ছ‌বি ভাংচুর ক‌রে উপ‌জেলা আওয়ামী লী‌গের নেতাকর্মী‌দের উপর দোষ চাপা‌নোর চেষ্টা করা হ‌য়ে‌ছিল। ছাত্রলী‌গের ঐ নেতাই ২০১৯ স‌নে বক‌শিগঞ্জ সরকা‌রি কিয়ামত উল্লাহ ক‌লে‌জে বঙ্গবন্ধুর ছ‌বি ভাংচুর ক‌রে ক‌লে‌জের অধ‌্যক্ষকে দায়ী করা হ‌য়ে‌ছিল। একই কায়দায় উপ‌জেলা প‌রিষ‌দ ভাইস চেয়ারম‌্যানের কার্যাল‌য়ে গত ১২ জুলাই ২০২০ তা‌রি‌খে জা‌তির জন‌ক ও প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচুর হ‌য়ে‌ছে। বিষয়গু‌লো খুবই স্পর্শকাতর। ২‌টি ঘটনার অদ‌্যব‌ধি বিচার হয়‌নি। বিষয়‌টি নি‌য়ে বক‌শিগঞ্জ পৌরসভার মেয়র ন‌ড়েচ‌রে ব‌সে। ১ জন আসামী গ্রেফতার হ‌লেও বাকী আসামীরা গ্রেফতার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ ক‌রে‌ছে। উপ‌স্থিত সকল বক্তা এ‌হেন নেক্কারজনক ঘটনার সুষ্ঠ তদন্ত সা‌পে‌ক্ষে দোষী‌দের আই‌নের আওতায় এ‌নে দৃষ্টান্তমূলক শা‌স্তি কার্যক‌রের দাবী জা‌নি‌য়ে‌ছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ জুলাই ২০২০/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর