March 28, 2024, 3:18 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

ফায়ারম্যান সোহেলের পরিবারের পাশে থাকবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ারম্যান সোহেলের পরিবারের পাশে থাকবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে অনুষ্ঠিত এই জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অংশ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ারম্যান সোহেল রানার পরিবারের পাশে থাকবে সরকার। গত ২৮ মার্চ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় আগুনে আটকেপড়াদের উদ্ধার করতে গিয়ে আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। সেদিনই তাঁকে চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানেও সোহেল রানার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৫ এপ্রিল তাঁকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। গত রোববার মারা যান সোহেল। গত সোমবার রাতে তাঁর লাশ ঢাকায় আসে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিস সদর দপ্তরে। ফায়ারম্যান সোহেলের ছোট ভাই উজ্জ্বল মিয়া জানান, দেশের জন্য কাজ করতে গিয়ে তাঁর ভাই মৃত্যুবরণ করেছেন। সরকারের প্রতি আহ্বান জানান তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। উজ্জ্বল মিয়া বলেন, অন্যকে সেবার করার কাজে আমার ভাই আগ্রহ দেখাতেন। ভাই আমার সেই কাজটিই করেছেন। এফ আর টাওয়ারে অন্যের জীবন বাঁচাতে গিয়ে আমার ভাই আর নেই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। জানাজা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ফায়ারম্যান সোহেল রানার জন্য সরকার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ চিকিৎসা তাঁকে দেওয়া হয়েছে। সে একজন উপার্জনক্ষম ব্যক্তি ছিল। ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখব তার যদি উপযুক্ত কেউ থাকে, তার চাকরির ব্যবস্থা করা। মন্ত্রী আরো বলেন, ফায়ার সার্ভিসে জনবল দক্ষতার সঙ্গে আমাদের ইক্যুয়েপমেন্ট বৃদ্ধি পেয়েছে। এটি একটি ক্রমাগত প্রচেষ্টা। পরে সোহেল রানার মৃতদেহ দাফনের জন্য তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনায় নিয়ে যাওয়া হয়।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর