March 28, 2024, 7:01 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রতিবাদ ও অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রতিবাদ ও অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্নসাতের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। এসময় তারা প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণের দাবি জানান।
রবিবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্যরা অভিযোগ করে বলেন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান অনিয়মের মাধ্যমে প্রায় সাড়ে ৯লাখ টাকা অর্থ আত্মসাৎ করেছে। এছাড়া নানান অনিয়ম ও অব্যবস্থাপনায় বিদ্যালয় পরিচালনা করছেন। তার অনিয়মকে স্বীকৃতি দিতে গোপনে তার লোকদেরকে দিয়ে এডহক কমিটি করেন। এসব বিষয়ে প্রতিবাদ করায় বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশে বক্তব্য অভিভাবক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন।
বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি শাহজাহান কামাল, দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম ফারুক, অভিভাবক বেলাল হোসেন, শাহজাহান ভূঁইয়া, রসুল আমিন, ইউপি সদস্য আলমগীর হোসেন, আশরাফ আলী, ডিকে রাসেল, নুরুল আমিন প্রমুখ।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর