March 28, 2024, 9:22 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ঢাকায় জনসভা করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ঢাকায় জনসভা করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আগামী ১ সেপ্টেম্বর দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নয়াপল্টনে জনসভা করতে পুলিশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। বিকালে এক ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা জানান। তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে আজকে (গতকাল বুধবার) আবুল খায়ের ভুঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে আলাপ করেছেন। কথাবার্তার পর পুলিশ কমিশনার ১ সেপ্টেম্বর নয়াপল্টনের কার্যালয়ের সামনে জনসভার মৌখিক অনুমতি দিয়েছেন। ওইদিন বেলা ২টায় জনসভা শুরু হবে বলে জানান রিজভী। রিজভী বলেন, পুলিশের অনুমতির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এদিকে, ১ সেপ্টেম্বর সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার গতকাল বুধবার দুপুরে মৌখিকভাবে অনুমিত দেন বলে দলের পক্ষ থেকে জানান সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদও। তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ দাবি করেন, আমাদের আগামি ১ সেপ্টেম্বর নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা গত ১৪ আগস্ট সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করি। আজ আনুমতি দেওয়া হলো। আবদুস সালাম আজাদ বলেন, আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করার জন্য দুই জায়গা বরাদ্দ চেয়ে আবেদন করি। তার মাঝে ছিল সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনে আমাদের দলীয় কার্যালয়ের সামনে। ডিএমপি কমিশনার আমাদের নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিয়েছেন। সমাবেশের অনুমতি লিখিত না মৌখিক পেয়েছেন জানতে চাইলে বিএনপির এ প্রতিনিধি বলেন, আমাদের ডিএমপি কমিশনার মৌখিক অনুমিত দিয়েছেন এখন। এ ছাড়া তিনি ওই এলাকার ডিসিকে বলেছেন সমাবেশের জন্য লিখিত অনুমতি দিতে। আবুদুস সালাম আরো বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিকেল ৩টা থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। কোনো শর্ত ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, কিছু শর্ত তো থাকবেই। তবে আমাদের ডিএমপি কমিশনার বলেছেন, আপনারা সমাবেশ করতে পারবেন ১ সেপ্টেম্বর, শনিবার। ব্রিফিংয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি মীর হোসেন মীরু প্রমুখ উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার নয়াপল্টনের কার্যালয়ে দলের অঙ্গসংগঠনের যৌথসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর দুইদিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। ওইদিন ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে কর্মসূচির সূচনা হবে। পরদিন বিকাল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে রাখা হয়েছে আলোচনা সভা।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর