May 16, 2024, 11:56 pm

সংবাদ শিরোনাম
রংপুর সদর প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে মানব্বন্ধন দিনাজপুরে দুই দিনব্যাপী পুষ্টি ও এগ্রোইকোলজি বিষয়ক কর্মশালা সম্পন্ন উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার! দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫ শার্শায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান সমর্থকদের হামলায় সাবেক চেয়ারম্যাসহ আহত- ৫ র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৭ জন পরিবহন চাঁদাবাজ ও ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধিত হলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পায়রা বন্দরের নিজস্ব জেটিতে শুরু হয়েছে পন্য খালাস কার্যক্রম চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার

পীরগাছায় এসআরডিএস স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম বিদ্যালয়ে বই বিতরণ-অভিভাবক সভা অনুষ্ঠিত

আবুল হোসেন বাবলু,বিশেষ প্রতিনিধি রংপুরঃ
রংপুরের পীরগাছা উপজেলার ইটা কুমারী ইউনিয়নের অনন্তরাম গ্রামে এসআরডিএস সংস্থা কর্তৃক পরিচালিত, রহিমা খাতুন স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, অভিভাবক আলোচনা সভা এবং ৫(পাঁচ) মিনিটের ভিডিও ধারণ অনুষ্টান/২০২০ অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারী২০২০ বুধবার  সেতু রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসআরডিএস) সংস্থা কর্তৃক পরিচালিত ” এসআরডিএস রহিমা খাতুন স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম” বিদ্যালয় পীরগাছায় বই বিতরণ ও অভিভাবক আলোচনা সভা এবং ৫(পাঁচ) মিনিটের ভিডিও ধারণ অনুষ্টান অনুষ্ঠিত হয়। অনুষ্টানে উক্ত বিদ্যালয়ের অবকাঠামো স্কুল ঘর,  শ্রেণীকক্ষ অর্থাৎ বিদ্যালয় ভবন, লেট্রিন, টিউবওয়েল, প্রতিবন্ধি ছেলেমেয়েদের যাতায়তের জন্য ৬টি রিক্সা ভ্যান, অভিবাবকের  বসার স্থান,প্রধান শিক্ষকের রুম ও সহকারী শিক্ষকদের বসার স্থান, খেলার মাঠ এবং শিক্ষক/শিক্ষিকা ২০ জন,শিক্ষা সহায়ক ৪জন,কম্পিউটার শিক্ষক ১ জন, পিয়ন ২জন,নৈশ প্রহরী ১ জন, ঝাড়–দার ২ জন, আয়া ২ জন এবং ১৩০ জন ছাত্র/ছাত্রীদের Assembli  ভিডিও ছবি করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরডিএস সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ মোতাব্বর হোসেন, বীরমুক্তি যোদ্ধা জনাব মোঃ আব্দুর রশিদ (সাবেক যুগ্ন সচিব) প্রধান উপদেষ্টা এসআরডিএস সংস্থা এবং প্রতিষ্টাতা চেয়ারম্যান রাজনৈতিক জয়-পুতুল দর্শন ও গবেষণা পরিষদ ।উক্ত বই বিতরণ ও অভিভাবক আলোচনা সভা এবং ৫(পাঁচ) মিনিটের ভিডিও ধারণ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনিত প্রতিনিধি ফারুকুজ্জ মান ডাকুয়া একাডেমিক সুপারভাইজার পীরগাছা উপজেলা রংপুর, মোঃ নজ্জম আলী সাবেক চেয়ারম্যান ৩ নং ইটাকুমারী ইউনিয়ন পরিষদ, বাবু কাশিনার্থ বর্ম্মন প্রধান শিক্ষক কালিগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মানজুমা খন্দকার প্রধান শিক্ষক উত্তর অনন্তরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় পীরগাছা উপজেলা রংপুর এবং মোঃ সোলায় মান সরকার প্রধান শিক্ষক এসআরডিএস রহিমা খাতুন স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম বিদ্যালয় পীরগাছা উপজেলা রংপুর এছাড়াও অভিভাবক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রাইভেট ডিটেকটিভ/০১জানুয়ারি ২০২০/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর