March 28, 2024, 7:46 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

পীরগঞ্জে বসতবাড়ী ভাংচুর করে জমি দখলের চেষ্টা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি::


রংপুরের পীরগঞ্জে বসতবাড়ী ভাংচুর করে জমি দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে সোমবার সকালে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি উপজেলার চতরা ইউনিয়নের বড় ভগবানপুর গ্রামে ঘটেছে।
অভিযোগ ও এলাকাবাসী জানায়, উক্ত গ্রামের মোশাররফ হোসেন এর পুত্র নজরুল ইসলাম (৪৪)র সাথে একই গ্রামের মজের উদ্দিনের পুত্র মহির উদ্দিন (৬০)র পুত্রের সাথে দীর্ঘদিন ধরে ৩৩ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ২৭ জুন/২১ইং তারিখ সকালে মহির উদ্দিন ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে বল পুর্বক নজরুল ইসলামের বসতবাড়ী ভাংচুরসহ জমি দখলের চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারি মহির উদ্দিনের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী মাহাফুজা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। ইতিপুর্বেও মহির উদ্দিন ও তার লোকজন একাধিকবার উক্ত জমি দখলের চেষ্টা চালায়। ফলে নজরুল ইসলাম বাদী হয়ে একাধিক মামলাও করেন। এ বিষয়ে পীরগঞ্জ থানার এসআই হারুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর