March 29, 2024, 11:24 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

পীরগঞ্জে জমি অধিগ্রহণ জটিলতা থাকায় নতুন করে স্থাপনা নির্মাণের হিড়িক

স্টাফ রিপোর্টার:

জমি অধিগ্রহণ জটিলতায় থেকে গেছে রংপুরের পীরগঞ্জে আঞ্চলিক মহাসড়কের উন্নয়নের কাজ। প্রায় ১৮ কিলোমিটার সড়কটি উন্নয়ন কাজের প্রথম দফার মেয়াদ শেষে সময় বাড়ানো হয়েছে দ্বিতীয় দফায়। ২ দফা সময় পেরিয়ে এ সময় কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৩০ ভাগ। এমন অবস্থায় রংপুর শহর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলের একমাত্র সড়কটিতে দুর্ভোগের শিকার পথচারী ও যানবাহন চালক। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে করোনা কালীন সময় দীর্ঘ ৭ মাস কাজ বন্ধ ছিল। সড়ক ও জনপথ বিভাগ বলেছে জমি অধিগ্রহণে ৪টি অংশের মধ্যে ৩টি অংশের টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসকের কাছে। এদিকে পীরগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে শুরু করে ওসমানপুর, তুলারাম মজিদপুর, উজিরপুর জমির মালিকগণ অধিগ্রহণ জটিলতা এবং রাত-দিন চলছে নতুন স্থাপনা নির্মাণের হিড়িক। অন্যদিকে এই সুযোগ কে কাজে লাগিয়ে এরশাদ ভবনের সামন থেকে তুলারাম মজিদপুর পর্যন্ত বেশী মূল্য পেতে কিছু জমির মালিকগণ দ্বিতল ভবন তৈরীর কাজ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে অনেকেই রাস্তার দুই পার্শ্বে উচু-নিচু এমন কি ধান জমিতে কাচা-পাকা থাকা অবস্থায় ঘর তৈরীর হিড়িক পড়েছে। জানা গেছে, চারলেন প্রকল্পের জন্য এসব জমি অধিকরণের কাজ চললেও অধিগ্রহণ জটিলতার পাশাপাশি সরকার জমি অধিগ্রহণ করলেও বসতবাড়ী ও প্রতিটি ঘরের জন্য আলাদা দাম-দরে ক্ষতি পুরণ দিয়ে থাকেন। সরে জমিনে দেখা গেছে পীরগঞ্জ বাসষ্ট্যান্ড এরশাদ ভবনের দক্ষিণ পার্শ্বে জাফরপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, আ: গফুর, আবু বক্কর সিদ্দিকগণ দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছে। এছাড়াও রাস্তার দুই ধারে রানা মিয়া, নাছেরুল, রফিকুল ইসলাম, মাওলানা নুরুল আমিন, খোকন, মাহমুদ, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা  আ: সামাদ, রফিকুল ইসলাম দুদু, মফিজসহ আরও অনেকে। ভুক্তভোগী মালিকগণ জানান বিগত ৩ বছর ধরে সরকার মহাসড়ক চারলেনে উন্নীতকরণের লক্ষ্যে ২০১৭-১৮ অর্থ বছরের জমির মালিকগণ তাদের জমির উপর স্থাপিত দোকান-ঘর ঠিক মতো ভাড়া পাচ্ছে না। এমন অবস্থায় তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে নতুন জায়গায় ঘর-বাড়ী নির্মাণ করে জীবিকা নির্বাহ করবে তা নিয়ে অনেকেই সংশয়ে রয়েছেন। এ ব্যাপারে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানান, ভিডিও ক্লিপস এবং ভূমি অফিসের জরিপের মাধ্যমে যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী জমির মালিকেরা টাকা পাবেন। নতুন করে স্থাপনা নির্মাণ করা হলে তারা কোন প্রকার ক্ষতি পূরণ পাবে না।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর