March 29, 2024, 12:15 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

পঞ্চগড়ে অসহায় বৃদ্ধা রেজিয়া খাতুনের জমির খারিজ ভুয়া ও অবৈধ করে প্রতিপক্ষগন জোর পূর্বক জমি দখল করায়, ন্যায় বিচারের জন্য জেলা প্রশাসক বরাবরে অভিযোগ পত্র দাখিল

মোঃ আতাউর রহমান রবি,পঞ্চগড় ব্যুরো চীফ:

প্রতিকি ছবি

অভিযোগকারী অসহায় বৃদ্ধা রেজিয়া খাতুন, স্বামী- মৃত. দারাজ উদ্দীন, গ্রাম: ভোলাপুকুরী, ডাকঘর: ময়দানদীঘি, উপজেলা: বোদা, জেলা: পঞ্চগড় ন্যায় ও সঠিক বিচার পাবার জন্য জেলা প্রশাসক, পঞ্চগড় মহোদয়ের বরাবরে গত ১৮ই নভেম্বর/২০১৯ইং তারিখে প্রতিপক্ষের ভুয়া, অবৈধ খারিজ বাতিলে সরেজমিনে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণে এক লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পত্রে বর্ণনা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি), বোদা, পঞ্চগড় অফিসে ওঢ-ও/২১২৯/০৫-০৬নং কেস এর ৫২৯নং খারিজ কেস বাতিলের প্রার্থনায় একটি ঢওওও/০৭/১৭-১৮নং মিস কেস আনায়ন করে। কারণ বিবাদী আমার নামীয় ওয়ারিশ সূত্রে ও কবলা সূত্রে প্রাপ্ত জমি তারা পরস্পর যোগ সাজসে ৫২৯ তথা বিরোধীয় খারিজ খতিয়ান হইতেছে। বিরোধীয় খারিজ খতিয়ান বাতিলের দরখাস্ত সহকারী কমিশনার (ভূমি), বোদা, পঞ্চগড় বরাবরে আনায়ন করলে তা বর্তমানে বিচারাধীন রয়েছে। কিন্তু সুদীর্ঘ ০২(দুই) বছর যাবৎ উক্ত মিসকেস তথা খারিজ বাতিলের আবেদনটি নিষ্পত্তি হচ্ছে না। বিবাদীপক্ষ প্রভাবশালী ব্যক্তি। বিভিন্ন ভাবে অফিস কর্মচারীগণকে প্রভাবিত করে আমার মিস কেসটি বিলম্ব করে আসছে। বাধ্য হয়ে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে মিসকেসটি অনতিবিলম্বে নিষ্পত্তির জন্য হস্তক্ষেপ কামনা করছি। নিম্নবর্ণিত তফসিল অনুযায়ী জেলা প্রশাসক, পঞ্চগড়; উপজেলা- বোদা, মৌজা- মুনিরাম জোত, জে.এল নং: ৪২, এস.এ ১৮নং খতিয়ান ভুক্ত খারিজ ৫২৯নং খতিয়ান ভুক্ত যাহার ১০২৩নং দাগে ০.৪৩ একর জমি। খারিজ কেস নং: ওঢ-ও/২১৯৩/০৫-০৬ (খারিজ বাতিলের মিস কেস নং: ঢওওও/০৭/১৭-১৮) হইতেছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ নভেম্বর ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর