March 28, 2024, 10:04 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

নিষেধাজ্ঞা মানছেনা ভোলা দৌলতখান উপজেলার জেলেরা

রাকিব হোসেন  ভোলা প্রতিনিধঃ

দৌলতখান উপজেলা মেঘনা নদী এলাকার জেলেরা সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙগুলি দেখিয়ে প্রতিদিন জাল পেতে অহরহ মাছ শিকার করেছেন। সুত্রে জানা যায়,বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগ ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করেছেন।এ সকল এলাকায় জাল পাতা ও বিভিন্ন প্রজাতির মাছ ধরা সমপুর্ন নিষিদ্ধ করেছেন মৎস্য বিভাগ।কিন্তু দৌলতখানে মেঘনা নদীর জেলেরা তা মানছেনা মেঘনার হাজিপুরের খেও, জেলের খেও,আডুবাংগারখেও,আগার খেও,পূর্বের বড় খেও,ও ছোটো খেও,এই সমস্ত খেও গুলিতে দৌলত খানের মেঘনা নদীর জেলেরা অহরহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে। শিকার করা মাছ দৌলতখানের বিভিন্ন এলাকার হাটবাজারে বিক্রি করতে দেখা যায়।এ বিষয় দৌলতখান উপজেলার মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগেন জানান ১লা মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত কারেন্ট জাল আটক ১লহ্ম ৭হাজার মিটার আটক কৃত জাল আগুনে পুরিয়ে ধ্বংস ,এবং ট্রলার আটক ১৯টি আটক কৃত ট্রলার ২০০০হাজার টাকা করে মোবাইল কোর্টের মাধ্যেমে জরিমানা করা হয়, ও জাটকা ইলিশ ৪৮৫কেজি আটক আটক কৃত ইলিশ এতিমখানা ও গরিব দের মাঝে বিতরণ করা হয় তিনি আরো বলেন অভিজান চলবেই।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩মার্চ২০১৮/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর