May 18, 2024, 1:39 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন বাংলাদেশ পুলিশ বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন’সহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম-আইজিপি রংপুরে সিএনজি মাহিন্দ্রা সড়কে চলাচল ও রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে নির্বাচনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ, সহিংসতা হলে ছাড় পাবে না কেউ পটুয়াখালীতে অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন ত্রান প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে র‍্যাব-১২’র অভিযানে ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার রংপুরের হাজীরহাট এ তিন টি পুরাতন অস্ত্র উদ্ধার করলেন এলাকাবাসী সমস্যায় জর্জরিত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যন্ত্রপাতি,নেই টেকনিশিয়ান রুগীরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত রংপুর সদর প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে মানব্বন্ধন

নাভারনের কাজী জামাই শ্বশুর একত্রে পুলিশের খাচায়

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

ঝিকরগাছায় অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন বিতর্কিত কাজী মাওলানা একরাম উদ্দীন ও তার শ্বশুর ইব্রাহীম খলিল।কাজী একরাম উদ্দীন উপজেলার নাভারণ ইউনিয়নের কাজী ও করিমআলী আরকে আলিম মাদরাসার মৌলভী শিক্ষক।রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও জাল জালিয়াতির মামলায় থানা পুলিশ তাদেরকে আটক করে।থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গত বৃহস্পতিবার নাভারণ ইউনিয়ন কাজী মাওলানা একরাম উদ্দীনের শ্বশুর ইব্রাহীম খলিল, ইরানি খাতুন (১৩) নামে ৭ম শ্রেণির এক ছাত্রীকে উপবৃত্তির কার্ডে স্বাক্ষরের নাম করে ডেকে এনে জোর পূর্বক বিয়ে দেয়।পরের দিন মেয়েটির বাবা জিন্নাত আলী ও তার মা রোজিনা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অভিযোগ করেন। ঐ দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা ও পুলিশের এসআই এজাজুর রহমানকে তদন্তের জন্য কাজী অফিসে পাঠান।এক পর্যায় তাঁরা কাজী অফিসে তল্লাশি করে বিচারিক আদালতের হাকিম ও নোটারি পাবলিকের সিল, বিপুল পরিমাণ জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও শুধু বর-কণের স্বাক্ষরিত সাদা স্ট্যাম্প উদ্ধার করেন। বিষয়টি নিয়ে থানায় বসা হয়। একপর্যায় মেয়েটির মা রোজিনা খাতুন বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও জাল জালিয়াতির মামলা করেন।এতে পুলিশ বিতর্কিত কাজী একরাম উদ্দীন ও তার শ্বশুর ইব্রাহীম খলিলকে আটক করে।থানার ওসি আব্দুর রাজ্জাক আরো জানিয়েছেন, মামলা একটি হলেও এর চার্জশীট গঠন হবে দুইটি। একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরটি জাল জালিয়াতির।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ জুন ২০২০ /ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর