May 30, 2024, 7:35 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

নাটোরের লালপুরে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে আফিয়া খাতুন (১০) ও নাইম হোসেন (০৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত আফিয়া খাতুন (১০) রাজশাহী জেলার আলমগীর হোসেনের মেয়ে ও মাদ্রাসার ছাত্রী, অপরজন নাইম হোসেন ওয়ালিয়া গ্রামের আদম আলীর ছেলেও আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের শিশু শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ওয়ালিয়া ৫নং ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, দুই শিশু সম্পর্কে খালাতো ভাই বোন ছিলো। নিহত আফিয়া খাতুন ওয়ালিয়া গ্রামে তার খালার বাড়িতে গত কাল রাজশাহী থেকে বেড়াতে এসেছে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে পরিবারের সকলের আড়ালে আফিয়া ও নাইম দুই ভাই-বোন বাড়ির পার্শ্বে খেলাধুলা করতে যায়। পরে তাদের না পেয়ে অনেক খোজাখুজি এক পর্যায়ে বাড়ির পাশ্ববর্তী সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিমের পুকুরে একটি শিশু কে ভেসে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুকুরের পানিতে খোজাখুজি করে অপরজন নাইম কে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে বনপাড়া ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৩ সেপ্টেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর