March 29, 2024, 8:17 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

নমুনার নামে হযরত শাহজালাল বিমান বন্দরে আন্তর্জাতিক কুরিয়ারে রাজস্ব ফাঁকির মহোৎসব চলছে তো চলছেই

নমুনার নামে হযরত শাহজালাল বিমান বন্দরে আন্তর্জাতিক কুরিয়ারে রাজস্ব ফাঁকির মহোৎসব চলছে তো চলছেই
ডিটেকটিভ ভূইয়া

হযরত শাহজালাল বিমান বন্দর আন্তজাতিক কুরিয়ারে মামা ভাগিনার নেতৃত্বে রাজস্ব ফাঁকির মহোৎসব চলছেতো চলছেই দেখার কেউ নেই । দেশের আমদানী রপ্তানীর দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়ের খাত । বিমান বন্দর আমদানী কাগো’র ঠিক উত্তর কোন অবস্থিত আন্তজাতিক কুরিয়ার এক্সপ্রেস কাউন্সিল। এই কাউন্সিলের অধীনে প্রায় ৪০-৪৫টি কুরিয়ার আছে ।এই কুরিয়ার গুলোর কাজ হচ্ছে বিভিন্ন গুরুত্ব পূণ’ প্রতিষ্ঠান /ব্যাক্তি / বিদেশী দূতাবাস ইত্যাদি প্রতিষ্ঠান সমূহের জরুরী কাগজপত্র,ডকুমেন্ট,পাসে’ল , বিশেষ করে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন গামে’ন্টস এর নমুনা পন্য। যেমন, লেভেল,জিপার, বাটন ,ফেবিক্স, সোয়াচ,ইত্যাদি জরুরী ভিত্তিতে নমুনা হিসাবে আসবে এবং তা তারা নিজ দ্বায়িত্বে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিবে কোন প্রকার টাকা ছাড়া কিন্তু সরেজমিনে দীঘ’ অনুসন্ধানে লোকহষ’ক ঘটনা বেরিয়ে এসেছে যেমন কুরিয়ার গুলো নমুনা বলে আনছে হাজার হাজার  কেজি নেটওয়াক’ পাট’স,হাজার হাজার কেজি ফেবিক্স, শত শত কেজি কম্পিউটার পাট’স,শত শত কেজি মোবাইল পাট’স,সহ রাষ্ট্রবিরোধী নেটওয়াক’ সামগ্রী যেমন ন্যানো ষ্টেশন(যা বাংলাদেশের সেনাবাহিনীর কাছে নাই বলে মন্তব্য করেছিলেন কারন তিনি ন্যানো ষ্টেশনটি আটক করেছিলেন এবং সোহাগ নামে সি। এন্ড এর মালিক মিহান  এন্টারপ্রাইজ )আসে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস যা ইতিমধ্যে বিভিন্ন প্রকার পরীক্ষায় ব্যবহার করার সময় সি আই ডি কিছু ধরতে সক্ষম হয়েছে। আসে গোল্ড,ঔষধ ড্রোন,ইত্যাদি পন্য এনে সরকারের নীতিমালাকে তোয়াক্কা না করে শুধুমাত্র নমুনা বলে  শত শত ট্রলি হাজার হাজার কেজি মালামাল নিয়ে যাচ্ছে কোন প্রকার কায়িক পরীক্ষা ছাড?া এতে করে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে । সূত্রে আরও জানা যায় আন্তজা’তিক কুরিয়ার সম্পকে’ আমদানী নিতিতে সঠিক কোন নিতিমালা না থাকায় ব্যাঙ্গের ছাতার মতো কুরিয়ার গড?ে উঠছে তাই সরকারের অথ’মন্ত্রনালয়,রাজস্ব বোডের্র  কঠোর নজরদারীর মাধ্যমে কুরিয়ার গুলোকে আইনের আওতায় এনে সরকারের রাজস্ব সুরক্ষা করত: ব্যবস্থা নিতে বিভিন্ন ব্যাক্তি, সৎব্যবসায়ীরা মনে করেন । সূত্রে আরও জানা যায় কুরিয়ার এখন লোভনীয় ব্যবসায় পরিনত হয়েছে এবং নামে মাত্র ১টি কুরিয়ার দিয়ে ১-২ বছরের মধ্যে রাতারাতি গাড?ী,বাড?ীর মালিক বনে গেছেন তাই  দুদক সহ সমস্ত সংস্খার সসন্বয়ে লোপাটকৃত সরকারের টাকা উদ্ধার করে সরকারের কোষাগারে জমা করে সরকারের অথ’নৈতিক ভিতরে আরও মজবুত করা যেতে পারে ………..চলব

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর