May 30, 2024, 9:49 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সভাপতি পদে সমান সমান ভোট হওয়ায় এ পদে আগামী ৩১ডিসেম্বর পূর্ণরায় নির্বাচন

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ :

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ঝাঁকজমক ভাবে গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা জেলা পরিষদ ডাক বাংলোতে অনুষ্টিত হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে দল বেঁধে বেধেঁ নবীগঞ্জের বাংলোতে ভোটাররা ভোট দিতে আসতে দেখা যায়। এমনকি তাদের মধ্যে নির্বাচনী উৎসবের আমেজও ছিল লক্ষনীয়। দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোট ভোটের সংখ্যা ছিল ৪৪টি। এর মধ্যে ৩জন প্রবাসে থাকার কারণে ৪১জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোট প্রয়োগ করেন।

উক্ত নির্বাচনে সভাপতি পদে এম.এ আহমদ আজাদ, এম.এ বাছিত, মুরাদ আহমেদ ও রাকিল হোসেন প্রতিদন্ধীতা করেন। এর মধ্যে এম.এ আহমদ আজাদ ও রাকিল হোসেন সমান সমান ভোট পাওয়ায় আগামী ৩১ ডিসেম্বর পুনরায় শুধু সভাপতি পদে ভোট গ্রহন অনুষ্টিত হবে।
বিজয়ী যারা হয়েছেন, তারা হলেন, এম.এ মুহিত সহ- সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধী ছিলেন, মোঃ আবু তালেব। সাধারন সম্পাদক পদে মহিবুর রহমান চৌধুরী তছনু নির্বাচিত হন। তার সাথে নিকটতম প্রতিদন্ধী সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া। যুগ্ম সাধারন সম্পাদক পদে তৌহিদ চৌধুরী নির্বাচিত। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ নাবেদ মিয়া। কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে সলিল বরণ দাশ, এস.আর চৌধুরী সেলিম, এটি.এম জাকিরুল ইসলাম, ফখরুল আহসান চৌধুরী, আশাহিদ আলী আশা, আনোয়ার হোসেন মিঠু। নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণী পেশার মানুষ নির্বাচন পর্যবেক্ষন করেন। ভোট গ্রহন শেষে নবীগঞ্জ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশন দৈনিক জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে যুগ্ম নির্বাচন কমিশনার মোঃ সরওয়ার শিকদার ও মোঃ শওকত আলীর যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারন সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, নব-নির্বাচিত হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদ আহমদ খান, বাউশা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম তালুকদার, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন। এ নির্বাচন পরিদর্শনে আসেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ, সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিপুল দেব, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সৈয়দ খালেদুর রহমান খালেদ, নির্মলেন্দু দাশ রানা, রংঙ্গলাল দাশ, হাবিবুর রহমান হাবিব, শাহ রিয়াজ নাদির সুমন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খলিলুর রহমান দুদু, বিশিষ্ট বিচারক মাওলানা মুশাহিদ আলী, সাপ্তাহিক সময়ের সত্যের সংবাদের সম্পাদক নায়েব হোসাইন, সৈয়দ মশিউর রহমান, এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার রাহিম আহমেদ, পৌর কাউন্সিলর মাখন মিয়া, আব্দুস ছোবহান, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছইফা রহমান কাকলি, শেখ শিপন আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ ফয়ছল তালুকদার, মাহবুবুর রহমান রাজু, পৌর সাধারণ সম্পাদক বাবলু আহমেদ, ওহি দেওয়ান, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু, ইউপি সদস্য আব্দুল মুকিত, নুরুল হোসেন, দিলশাদ মিয়া বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হওয়ার জন্য নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদর নেতৃত্বে একদল পুলিশ নির্বাচন কেন্দ্রে সার্বিকভাবে সহযোগীতা করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর