March 29, 2024, 10:58 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

নতুন ওয়েব সিরিজ ‘ড্যামেজড’ আপনাকে চমকে দেবে

নতুন ওয়েব সিরিজ ‘ড্যামেজড’ আপনাকে চমকে দেবে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

একই ধরনের বিষয়ের ওপর সিরিজ বা ছবি দেখতে দেখতে একঘেয়েমি এসে যাওয়াটা স্বাভাবিক। তবে ‘হাঙ্গামা প্লে’র নতুন সিরিজ সেটা কাটাতে পারে। সম্প্রতি মুক্তি পেল ‘হাঙ্গামা’র প্রথম অরিজিনাল সিরিজ, ড্যামেজড। শুধুমাত্র সাইকোলজিক্যাল ক্রাইম ড্রামা নয়, এই ধারা নিয়ে ভারতে খুব একটা কাজ হয়নি। এই প্রথমবার কোনো নারী চরিত্রকে দেখা যাবে সিরিয়াল কিলারের ভূমিকায়।  ওয়েব টেরিটরিতে নিজের শক্ত জায়গা করে নেবে ‘ড্যামেজড’। দেখা যাবে খুনের রহস্যের উদঘাটনে কিভাবে নাকানিচোবানি খেতে হয় সমগ্র পুলিশ বিভাগকে। শুধু তাই নয়, যেখান থেকে গল্প শেষ হওয়ার কথা, ‘ড্যামেজড’ ঠিক সেখান থেকেই শুরু।  লোভিনা একজন সাধারণ মানুষ, যাকে ভালোবাসা যায়। এ রকম মনে হওয়ার পরের মুহূর্তেই পরিকল্পিত হত্যার দৃশ্য ভাবতে বাধ্য করবে ‘ডাল মে কুছ কালা তো হ্যায়’।  তবে এই সিরিজের সবচেয়ে মজার বিষয় এখানে কোনো চরিত্রই পারফেক্ট নয়, প্রত্যেকের মধ্যেই ভালো-খারাপ রয়েছে। এমনকি পুলিশও তার উর্দ্ধে নয়। তবে দর্শক কোনো পক্ষ নিলেই মুশকিল। হিন্দি কিংবা মারাঠি ছবিতে বিভিন্ন চরিত্রে দেখেছেন আ¤্রুতা খানভিলকরকে। তবে এতদিনের তার অভিনীত সব চরিত্র থেকে আলাদা এই সিরিজের লোভিনা। অনেকটা চ্যালেঞ্জ নিয়েই কাজ করেছেন তিনি, কিন্তু সিরিজটা পুরোটা দেখার পর তাঁর থেকে ভালো কাউকে খুঁজে বের করতে বেগ পেতে হবে। চ্যালেঞ্জটা নিয়েছেন অমিত শিয়ালও। খুনের রহস্যের কিনারা করতে পুলিশ কতদূর যেতে পারে তার আভাস দেবে এই চরিত্র। সিরিজটি পরিচালনা করেছেন আরম্ভ মোহন সিং। পুরো সিরিজটা থেকে চোখ ফেরানো দায়, টানটান প্রত্যেকটা শট। ডিজিটাল মিডিয়ামে এ রকম দৃঢ় অথচ নান্দনিক পরিভাষা খুব কম থাকে। এগুলোই নয়, আরো অনেক কারণে দেখা যায় ‘ড্যামেজড’ সিরিজটি। শুধু ট্রেলারের ঝলকই আপনাকে এই সিরিজ দেখার দিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম। এই সিরিজ দেখা যাচ্ছে ‘হাঙ্গামা প্লে’তে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর