May 30, 2024, 9:49 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

ধুনটে স্বণ ব্যবসায়ী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

মোঃ শামীম হোসাইন,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে লিটন চন্দ্র শীল (৩৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ী গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।সে সদর ইউনিয়নের বিলকাজুলী গ্রামের সুভাস চন্দ্র শীলের ছেলে।৩০ জানুয়ারি ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ৮টায় তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ।ধুনট সদর ইউনিয়নের সদস্য শ্রী প্রফুল্ল চন্দ্র সরকার জানান, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে লোন উত্তোলন করে ও পাড়া প্রতিবেশির নিকট থেকে টাকা ধার কর্য নিয়ে পেঁচিবাড়ি বাজারে স্বর্ণ ব্যবসা দোকান করতো লিটন চন্দ্র শীল।ব্যবসায় লোক সান হওয়ায় সে পেঁচিবাড়ী বাজার থেকে দোকান সড়িয়ে নিজ বাড়ীতে দোকান করার প্রস্তুতি নেয়। এসমত অবস্থায় এনজিও প্রতিষ্ঠান ও পাড়া প্রতিবেশিরা টাকার জন্য চাপ দেওয়ায় সে বুধবার রাতের কোন এক সময় সবার অগোচরে নিজ বাড়ীতে নতুন দোকানের তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে স্থানীয়রা দেখতে পেরে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে প্রেরণ করে।ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, লিটন চন্দ্র শীল নামের এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জানুয়ারি ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর