March 28, 2024, 8:27 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

দুদকের মামলায় ৫ বছরে অভিযুক্তদের ৭১ কোটি ৫০ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত

দুদকের মামলায় ৫ বছরে অভিযুক্তদের ৭১ কোটি ৫০ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গত পাঁচ বছরে (২০১৩-২০১৭) দুর্নীতি দমন কমিশন (দুদক)- এর মামলায় অভিযুক্তদের মালিকানাধীন ৮ দশমিক ৮৭ মিলিয়ন ডলার বা ৭১ কোটি ৫০ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।  আর জরিমানা হয়েছে ২৫ দশমিক ২৯ মিলিয়ন ডলার। অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ‘জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ‘দ্য ইমপ্লিমেন্টেশন রিভিউ গ্রুপ’র নবম সেশনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য জানান। দুদক চেয়ারম্যান এ সময় মিউচুয়াল লিগ্যাল এসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার অ্যাক্ট-২০১২ সহ বিভিন্ন আইন, বিধি-বিধান ও বিচারিক প্রক্রিয়ার সংস্কারের কথাও উল্লেখ করেন।

ইকবাল মাহমুদ জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দুদক ১৮৯টি মামলা দায়ের করেছে। একই সময়ে ২২৩টি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

তিনি জানান, ২০১১ সালে দুদকের মামলায় বিচারিক আদালতে সাজার হার ছিল ২০ শতাংশ। ২০১৭ সালে তা ৬৮ শতাংশে উন্নীত হয়েছে। আর মানিলন্ডারিং মামলার ক্ষেত্রে সাজার হার শতভাগ। ২০১৫ সালের জানুয়ারি থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত ২৩টি মানিলন্ডারিং মামলার প্রতিটিতেই আসামিদের সাজা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘ দুর্নীতিবিরোধী কনভেনশনের ‘দ্য ইমপ্লিমেন্টেশন রিভিউ গ্রুপের নবম সেশন শুরু হয়েছে, যা  আগামি শুক্রবার  পর্যন্ত  চলবে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর