March 28, 2024, 8:15 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু
প্রতিকি ছবি

তেঁতুলিয়া মেম্বার ও চৌকিদার মিলে মধ্যযুগীয় নির্যাতন করেছে এক যুবককে

তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি :

প্রতিকি ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া ৬ নং ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর ওয়াডের মেম্বার মো:রফিকুল ও চৌকদার মো: শাহিনের বিরুদ্ধে মধ্যযুগীয়  কয়দায় এক নিরহ ব্যক্তিকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। যুবকটিকে চোর সন্ধহে ভজনপুরের কারুগছ গ্রামের ভারাইটিয়া  বাড়ি থেকে ডেকে আনে বকলাহাটি গ্রামে চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় যুবকটিকে  নির্যাতন করছে। গত ২৪ মে রোজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। ভুতিপুকুর ওয়াডের মেম্বার মো:রফিকুল ও চৌকিদার শাহিন  এই নির্যাতনের কোন ব্যক্তিকে ভিডিও ছবি তুলতে দেয়নি। এই নির্যাতনের বিষয়ে ৬ নং ভজনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো:মকছেদ আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাকে না জানিয়ে তাকে ধরা ও  নির্যাতন করা হয়েছে।  এবং ভুতিপুকুর ওয়াডের মেম্বার মো:রফিকুল কাছে মুঠোফোন দিয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন , আমাকে কয়েকটি ব্যক্তি তার নাম বলাতে বিনা অভিযোগে চোর সন্ধহে ধরে আনি, এবং মধ্যযুগীয় কায়দায় চোকিদার মো:শাহিন নির্যাতন করেন। চোকিদার মো:শাহিন এর কাছে মুঠোফোন দিয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি চোকিদার কারো অনুমতি ছাড়া একটি মার পর্যন্ত ব্যক্তিকে দিই না।  তবে কে তাকে  কে অনুমতি দিয়েছেন বিষয়টি এড়িয়ে যান। এবং শেষ পর্যন্ত মুঠোফোন দিয়ে মাফ চাই চৌকিদার। এবং গোপন তথ্যের ভিক্তিতে আরো কিছু নাম জানা যায়। তবে এলাকাবাসি বলেন, তাকে এভাবে বিনা কারনে মারপিট করা অন্যায় হয়েছে।নির্যাতনে স্বীকার হওয়া ব্যক্তিকে  জিজ্ঞেস করা হলে তিনি  বলেন এই চুরির কাজে আমি জড়িত নই, তবে বিনা অভিযোগে সন্ধহ মুলক  আমাকে ব্যাপক মারপিট করেছে।  আমি তার বিচার চাই। নির্যাতনে স্বীকার ব্যক্তি ও তার পরিবার  সদস্যরা জানান অন্যায় ভাবে মারপিট করার কারনে আমরা মামলার সকল প্রকার কাজ প্রস্তুত করেছি।

ডিটেকটিভ/২৬ মে ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর