May 29, 2024, 2:54 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

তুরস্কের আফ্রিন অভিযানে জার্মান ট্যাঙ্কের ব্যবহার নিয়ে বিতর্ক

তুরস্কের আফ্রিন অভিযানে জার্মান ট্যাঙ্কের ব্যবহার নিয়ে বিতর্ক

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধে তুরস্ক জার্মানির বানানো লিওপার্ড ট্যাঙ্ক ব্যবহার করছে এমন খবর প্রকাশিত হওয়ার পর আঙ্কারায় অস্ত্র রপ্তানি বন্ধে চাপের মুখে পড়েছে জার্মান সরকার। জার্মান রাজনীতিকরা তুরস্কের কাছে থাকা ট্যাঙ্কগুলো আপগ্রেড করার চুক্তি অনুমোদন বন্ধ রাখারও অনুরোধ জানিয়েছেন বলে খবর বিবিসির। দক্ষিণ সীমান্ত লাগোয়া সিরীয় শহর আফ্রিনে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ শুরু করে তুরস্কের সামরিক বাহিনী। পর্যবেক্ষকরা বলছেন, ওয়াইপিজি ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের কথা বলা হলেও আঙ্কারার এই অভিযানের মূল লক্ষ্য কুর্দি গেরিলারাই। অভ্যন্তরীণ ও আঞ্চলিক ক্ষমতা বিকাশের ক্ষেত্রে কুর্দিদেরকেই প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে এরদোয়ান সরকার। তুরস্কের কুর্দিরা আফ্রিনের ওয়াইপিজি গেরিলাদের কাছ থেকে সহায়তা পেয়ে আসছে অভিযোগ তুলে এবার সিরিয়ার ভেতর ঢুকে এ অভিযান চালাচ্ছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আফ্রিন এবং সিরিয়া উত্তর সীমান্তের চারশ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ রাখা ওয়াইপিজি গেরিলাদের ‘গুড়িয়ে দেয়ার’ হুংকার দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্কে অবনতি হলেও সপ্তাহ কয়েক আগে দেশদুটির পররাষ্ট্রমন্ত্রীরা একে অপরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যেই ট্যাঙ্ক নিয়ে এ নতুন বিতর্ক শুরু হল। শুক্রবার জার্মান গণমাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বার্লিন তুরস্কের একটি অনুরোধে সম্মতি জানানোর প্রক্রিয়া শুরু করেছে বলে ধারণা দেওয়া হয়। জার্মানির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালকে আঙ্কারা তাদের লিওপার্ড টু ট্যাঙ্কগুলোর আপগ্রেডের জন্য অনুরোধ করেছে বলে সেসব প্রতিবেদনে জানানো হয়। ওই আপগ্রেডের মাধ্যমে বিস্ফোরক দ্রব্যের বিরুদ্ধে ট্যাঙ্কগুলোর ঝুঁকি কমিয়ে আনার কথা। সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে তুরস্ক ওই ট্যাঙ্কগুলো ব্যবহার করছে বলে ধারণা করা হলেও সমর বিশেষজ্ঞরা এ সপ্তাহের শুরু থেকে আফ্রিনে কুর্দি বাহিনীর বিরুদ্ধে চালানো অভিযানের ছবি দেখে সেখানেও লিওপার্ড টু ব্যবহারের কথা জার্মান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এরপরই জার্মানির ডান-বাম উভয় দলগুলোর পক্ষ থেকে তুরস্কের ট্যাঙ্ক আপগ্রেড চুক্তি অনুমোদন বন্ধ রাখার দাবি জানানো হয়। সিরিয়ার উত্তরাঞ্চলে আফ্রিনে তুর্কি বাহিনীর চালানো আগ্রাসনে জার্মান সরকারের অবস্থান কি, তাও স্পষ্ট করতে বলেছে তারা। জার্মান পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান নরবার্ট রটজেন বলেছেন, জার্মানির যে এই আপগ্রেড সুবিধা দেওয়া উচিত নয় তা ‘পুরোপুরি পরিস্কার’। “সিরিয়ায় তুর্কি বাহিনীর হস্তক্ষেপ অবৈধ, আন্তর্জাতিক আইনের লংঘন; এটি আইএসবিরোধী যুদ্ধের ক্ষেত্রেও বিপরীতমুখী কাজ করবে,” বিবিসি রেডিও ফোরকে এমনটাই বলেন চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) পার্টির এ সদস্য। আফ্রিনে অভিযানের ক্ষেত্রে তুরস্ক ‘আত্মরক্ষার অজুহাত’ দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি, কেননা ‘সিরিয়ার কুর্দি বাহিনী তুরস্কে কোনো ধরণের হামলা চালায়নি’। আঙ্কারার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুক্তরাষ্ট্রেরও প্রশংসা করেন রটজেন। “ন্যাটো মিত্রদের মধ্যে একমাত্র আমেরিকানরাই সেখানে কি হচ্ছে সে ব্যাপারে স্পষ্ট। আমরা প্রায়ই ট্রাম্প প্রশাসনের সমালোচনা করি, কিন্তু এই ক্ষেত্রে তারা অন্যান্যের তুলনায় অনেকখানি স্পষ্ট এবং সাহসী, আমাদের উচিত তাদের অনুসরণ করা,” বলেন তিনি। জার্মানির পররাষ্ট্র মন্ত্রী সিগমার গেব্রিয়েল সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে আফ্রিনে মানবিক বিপর্যয়ের বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর