May 18, 2024, 1:51 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন বাংলাদেশ পুলিশ বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন’সহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম-আইজিপি রংপুরে সিএনজি মাহিন্দ্রা সড়কে চলাচল ও রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে নির্বাচনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ, সহিংসতা হলে ছাড় পাবে না কেউ পটুয়াখালীতে অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন ত্রান প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে র‍্যাব-১২’র অভিযানে ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার রংপুরের হাজীরহাট এ তিন টি পুরাতন অস্ত্র উদ্ধার করলেন এলাকাবাসী সমস্যায় জর্জরিত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যন্ত্রপাতি,নেই টেকনিশিয়ান রুগীরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত রংপুর সদর প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে মানব্বন্ধন

তাহিরপুরের লাকমা সীমান্ত অরক্ষিত বাড়ছে চোরাচালান,রাজস্ব ফাঁকি ২হাজার টন পাথর ও কয়লা পাঁচারের অভিযোগ

তাহিরপুরের লাকমা সীমান্ত অরক্ষিত বাড়ছে চোরাচালান,রাজস্ব ফাঁকি ২হাজার টন পাথর ও কয়লা পাঁচারের অভিযোগ

 তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

 সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট ও বালিয়াঘাট সীমান্তের ২টি ছড়া দিয়ে আজ বুধবার (২৬.০৯.১৮ইং) ভোর ৫টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ২ হাজার মে.টন পাথর ও ১০০মে.টন কয়লা পাঁচার করা হয়েছে বলে জানাগেছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানায়,১ ট্রলি পাথর থেকে বালিয়াঘাট ও টেকেরঘাট বিজিবি ক্যাম্পের নামে ১৪০টাকা,১ বস্তা (৫০কেজি) কয়লা থেকে ১শত টাকা,নায়েক সাব্বিরের নামে কয়লা ও পাথর থেকে ৮০টাকা,টেকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমামের নামে ১ট্রলি পাথর থেকে ৫০টাকা,১ বস্তা কয়লা থেকে ৩০টাকা,সাংবাদিকদের নাম ভাংগিয়ে আব্দুর রাজ্জাক ১ট্রলি পাথর থেকে ১০০টাকা,১বস্তা কয়লা থেকে ৫০টাকা চাঁদা নিয়ে বিজিবি সোর্স পরিচয়ধারী দুধের আউটা গ্রামের জিয়াউর রহমান জিয়া ও তার সহযোগী লাকমা গ্রামের ইদ্রিস আলী,বড়ছড়া গ্রামের ইসাক মিয়া,লাকমা গ্রামের শফি মেস্তুরীর ছেলে ল্যাংড়া বাবুল,আব্দুল হাকিম ভান্ডারী,তিতু মিয়া,কালাম মিয়াগং লাকমাছড়া ও টেকেরঘাট ছড়া দিয়ে ভারত থেকে ১০০মে.টন কয়লা ও ২হাজার মে.টন পাথর পাচাঁর করে। তার মধ্যে পাচাঁরকৃত কয়লা পুটিয়া গ্রাম হয়ে নৌকা দিয়ে পার্শ্ববর্তী বিন্দারবন্দ গ্রামের নিয়ে মজুত করে এবং পাচাঁরকৃত পাথর ট্রলি দিয়ে লালঘাট ও ড্রাম্পের বাজার নিয়ে নৌকা বোঝাই করা হয়। অপরদিকে লালঘাট গ্রামের চোরাচালান কালাম মিয়া,জানু মিয়া, বাবুল মিয়াগং প্রতিরাতে অবাধে কয়লা ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচাঁর করছে এবং তারা নিজেরা মাদক সেবন করে এলাকাবাসীকে উত্যক্ত করছে। সেই সাথে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত দুধেরআউটা,টেকেরঘাট বিজিবি ও পলিশ ক্যাম্পের পাশে অবস্থিত লাকমা,বড়ছড়া ও লালঘাট গ্রামে বিজিবি সোর্স পরিচয়ধারীরা প্রকাশে মাদকদ্রব্য বিক্রি করছে। এব্যাপারে বড়ছড়া ও চাঁরাগাঁও শুল্কষ্টেশনের ব্যবসায়ী রমিজ উদ্দিন,বোরহান মিয়া,রাসেল আহমেদ,জুনায়েদ মিয়া,রাশিদুল ইসলাম,মানিক মিয়াসহ আরো অনেকেই বলেন,সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে বিজিবি ও পুলিশের সোর্সরা ওপেন চোরাচালান করে নামে বেনামে চাঁদা উত্তোলন করলেও প্রশাসন নিরব রয়েছে। এব্যাপারে চোরাচালানী কালাম মিয়া বলেন,আপনারা আমাদের বিরুদ্ধে লেখালেখি করে কলমের কালী শেষ করতে পারবেন কিন্তু কিছুই হবেনা। টেকেরঘাট পুলিশ ক্যাম্পের এএসআই ইমাম বলেন,সীমান্ত চোরাচালান প্রতিরোধ করার দায়িত্ব বিজিবির,পুলিশের না। টেকেরঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আমিনুল হক বলেন,সীমান্ত চোরাচালান প্রতিরোধ করার জন্য আমি আমার সাধ্যমত চেষ্ঠা করছি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর