March 28, 2024, 11:50 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

ডি ভিলিয়ার্সকে মানুষ হতে বললেন শোয়েব আখতার

ডি ভিলিয়ার্সকে মানুষ হতে বললেন শোয়েব আখতার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করে বোমা ফাটিয়ে দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের দেয়া সেই রিপোর্ট বলছে, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চেয়েছিলেন সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তার সেই আবেদন আমলেই নেয়নি এবং বিশ্বকাপে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়। অনেকেই মনে করছেন ডি ভিলিয়ার্সকে দলে নেয়া উচিত ছিল ক্রিকেট সাউথ আফ্রিকার। আবার অনেকেই মনে করছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দ্বিতীয় দলের মতামতকেই সমর্থন জানিয়েছেন সাবেক পাকিস্তানি স্পিড স্টার শোয়েব আখতার। তার মতে, অর্থের জন্যই ডি ভিলিয়ার্স তাড়াতাড়ি অবসর নিয়েছেন। এখন আবার নিজের স্বার্থ বিবেচনা ফিরতে চেয়েছেন।

শোয়েব আখতার বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চায়। এটা অনেক বড় খবর; কিন্তু সে এখন কেন এসব বলতে চায়? যখন প্রোটিয়ারা খারাপ অবস্থায় আছে! মানুষকে এটা ভুলে গেলে চলবে না, বিশ্বকাপ খেলার জন্য তার উপর আইপিএল এবং পিএসএল চুক্তির চাপ ছিল। সে আইপিএলকেই বেছে নিয়েছে এবং বিশ্বকাপের আগে তাড়াতাড়ি অবসর নিয়ে নিয়েছে। আমি মনে করি অর্থের জন্যই সে এই সিদ্ধান্ত নিয়েছে।’

শোয়েব আরও বলেন, ‘খেলোয়াড়রা টাকা কামাচ্ছে, এ নিয়ে আমার কোন মাথাব্যথা নেই; কিন্তু সেটা সঠিক উপায়ে কামানো দরকার। তবে দেশকে আপনার সবার উপরে স্থান দিতে হবে। এখন আপনি অবসর থেকে ফিরে আবারো দলে ফিরতে চাইছেন বিশ্বকাপের জন্য। আমি মনে করি ম্যানেজমেন্ট তার ব্যাপারে সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’

এবি ডি ভিলিয়ার্স আলোচনায় থাকার জন্যই এসব করছেন বলে মনে করেন শোয়েব। এসব বাদ দিয়ে তাকে মানুষ হওয়ার উপদেশ দিলেন এই পাকিস্তানি ক্রিকেটার।

তিনি বলেন, ‘আমি মনে করি, দলে ফিরে এসে সবকিছু লুট করে ব্রেকিং নিউজ হতে চায় সে; কিন্তু এটা সঠিক নয়। মানুষের মতো এক সিদ্ধান্তে অটল থাকতে শিখুন। আর এটা তখনই সম্ভব, যখন আপনি অর্থের লোভ ছেড়ে দিবেন।’

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর