March 28, 2024, 10:44 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

জৈন্তাপুরে স্ত্রী-সন্তানদের হাতে নির্যাতিত পরিবার প্রধান

জৈন্তাপুর প্রতিনিধিঃঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আজিজুর রহমান (৬৫) নামে এক গৃহকর্তাকে পিটিয়ে আহত
করার অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় আজিজুর রহমান বাদী
হয়ে চার জনকে আসামী করে জৈন্তাপুর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। আসামীরা
হলেন স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে লোকমান আহমদ (২০), ছেলে সালমান আহমদ ও ছাইদ
আলীর স্ত্রী রোমানা আক্তার রুবি (২৮)। উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানাযায়, বিবাদীগণ বাদীর স্ত্রী ও ছেলে সন্তান হন তারা তাদের ই”েছ মতো
সমাজে চলাফেরা করেন এবং অসামাজিক কাজকর্ম করে থাকে। যাহার ফলে বাদীকে এলাকায়
লোকজন বাজার হাটে পেয়ে বিভিন্ন ধরণের খারাপ মন্তব্য করেন। তাদের কারণে বাদী এলাকায় মুখ
দেখাতে পারছে না। বিবাদীরা কয়েকদিন পর পর এলাকার লোকজনের সাথে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি
করে। গত (১৭ অক্টোবর) শনিবার পাশের বাড়ির জনৈক নাহীদ আহমদকে বিবাদী রোমানা আক্তার
(রুবি) মারধর করিয়া গুরুতর জখম করিলে নাহীদ আহমদ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি
অভিযোগ দাখিল করে। উক্ত অভিযোগের বিষয়টি জানতে পেরে পালটা অভিযোগ করবে বলে
আনায়ারা বেগম বাদীর নিকট টাকা চাইলে বাদী টাকা না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে গালি গালাজ
করে এতে আজিজুর রহমান প্রতিবাদ করায় বিবাদী গণ বাদীর সহিত তর্কে লিপ্ত হয়। এক
পর্যায়ে রোমানা আক্তার ও আনোয়ারা বেগম উঠান থেকে লাটি নিয়ে আজিজুর রহমানের উপর
হামলা করে। বিবাদী লোকমান আহমদ ও সালমান আহমদ দৌড়ে এসে বাদীর উপর আক্রমন করে।এসময়
আনোয়ারা বেগম আজিজুর রহমানের পরণে থাকা পাঞ্জাবির পকেট থেকে ৫হাজার ৫শত টাকা
নিয়ে যায় এবং ঘরের দরজা জানালা ভেঙ্গে ফেলে। বাদীর শুর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে
তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক
চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে।
এবিষয়ে আজিজুর রহমান বলেন প্রভাবশালী একটি মহল বিবাদীদেরকে ইন্দন দিয়ে আসছে।
বিষয়টি ¯’ায়ি ভাবে নিস্পত্তি না হওয়ায় আমি আইনের আ¯্রয় নিয়েছি।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানায়র এসআই প্রদীপ বলেন, ঘটনা¯’ল তদন্ত করে এই অভিযোগের
প্রাথমিক সত্যতা পেয়েছি। আমরা মাননীয় আদালতের অনুমতি পেলে চার্জসিট দাখিল করবো।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর