May 20, 2024, 5:17 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

জিকে ফাউন্ডেশনের সৌজন্যে শিবগঞ্জের দুর্লভপুরে দ্বিতীয় ধাপে ৪’শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

সম্প্রতি মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ বিশ্বটায় যেন আজ স্থবির হয়ে গেছে। কর্মহীন হয়ে পড়েছে দেশের লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকারসহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান সমূহ। তার’ই ধারাবাহিকতায় করোনা ভাইরাসে ঘরবন্দী খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর  ইউনিয়নে দ্বিতীয় ধাপে ঘরমুখো কর্মহীন হয়ে পড়া ৪’শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জিকে ফাউন্ডেশন।শনিবার (১৬ মে) ২০২০ ইং সকালে শিবগঞ্জের দাদনচক বেল আফরোজ বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম। এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, দুলর্ভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, উপজলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা ও আদিনা কলেজ শাখার সভাপতি নাইমুল কবির প্রমুখ।উল্লেখ্য, এর আগে উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় ছয় হাজার পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শিবগঞ্জের মাটি ও মানুষের বন্ধু উপজেলা চেয়ারম্যান জননেতা প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম।সার্বিক সহযোগিতায় রয়েছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সূর্যসন্তান কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার, মানবতার ফেরিওয়ালা বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য সন্তান সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর