April 29, 2024, 10:14 pm

সংবাদ শিরোনাম
সারাদেশের মতো রংপুরের বাজার নিয়ন্ত্রণে রয়েছে ভোক্তার ডিজি আবাম ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ ও এতিমদের মাঝে পোশাক ও সেলামী প্রদান কক্সবাজার টিসিবির পণ্য মজুদ ও বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ এবার কলাপাড়ায় দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের কুড়িগ্রামের উলিপুরে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন প্রভাবশালী কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি- ২০২২ প্রদান নিয়মিত বাজার মনিটরিংয়ে পণ্যের দাম কমছে :রংপুরে ভোক্তা ডিজি ব্রহ্মপুত্র নদে আড়াই মাস ধরে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
বাইতুল মোকাররমে দূরত্ব বজায় রেখে ঈদের জামাত। ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

বাইতুল মোকাররমে দূরত্ব বজায় রেখে ঈদের জামাত। ছবি: সংগৃহীত

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে অনেকটা অনাড়ম্বর ভাবেই মুসলমানদের ঈদুল ফিতর উৎসব উদযাপিত হচ্ছে সারাবিশ্বে।এবার ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে মসজিদে মসজিদে।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে ২০২০ ইং তারিখ সোমবার সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্বারি কাজী মাসুদুর রহমান। এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাতও অনুষ্ঠিত হয়েছে।নামাজ শেষে খুতবা পেশ করা হয়। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে নির্দেশনা মেনে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখেন মুসল্লিরা।হাত মেলানো ও কোলাকুলি থেকে বিরত থাকেন মুসল্লিরা।নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে।এবার বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদের জামাত হচ্ছে।এরপর ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় জামাত হয়।

ডিটেকটিভ/২৫ মে ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর