March 28, 2024, 6:26 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

জঙ্গি-সন্ত্রাস-দুর্নীতিবাজ অপশক্তির বিরুদ্ধে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

জঙ্গি-সন্ত্রাস-দুর্নীতিবাজ অপশক্তির বিরুদ্ধে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দেশের উন্নয়ন-অগ্রগতি ও গণতান্তিক ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ সংগ্রামকে আরও বেগবান এবং জঙ্গি-সন্ত্রাস-দুর্নীতিবাজ অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। গতকাল শনিবার দুপুর ১২টায় পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামি নির্বাচন হবে। ওই নির্বাচনে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে আবারও ক্ষমতায় নিয়ে আসা হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ক্ষমতায় আর দেখতে চায় না দেশের জনগণ। শুধু রাজপথে নয়, শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে আগামি একাদশ নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক ও সাম্প্রদায়িক অপশক্তি বারবার গণতান্ত্রিক শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত হানছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি মেনে নিতে পারছে না বলেই তারা নানা ষড়যন্ত্র করছে। তাই অতীতের মত ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুমন দাসের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব প্রমুখ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর