May 30, 2024, 9:48 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

জগন্নাথপুরে সাজা প্রাপ্ত আসামী ও জুয়ারী সহ গ্রেফতার ৭

জগন্নাথপুরে সাজা প্রাপ্ত আসামী ও জুয়ারী সহ গ্রেফতার ৭
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি


সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় সাজা প্রাপ্ত আসামী ও জুয়ারী সহ ৭জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আশারকান্দি ইউনিয়নের পূর্ব তিলক গ্রামের এবারত মিয়ার ছেলে অজুদ মিয়া ও কলকলিয়া ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের মৃত তাজ উল্লাহ ছেলে মোঃ আনফর আলী (৫২),গয়াসপুর গ্রামের মৃত হাবিজ উল্লাহ ছেলের মোঃ মুক্তি মিয়া (৪৫), কলকলিয়া গ্রামের নিখিল দাসের ছেলে রিপন দাস (৩২), বালিকান্দি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মোঃ আবুল মিয়া (৪৮),ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের মৃত চান্দ আলীর ছেলে আরশ আলী (৫০),দিরাই উপজেলার খাউয়াজুরি গ্রামের কাচাই মিয়ার ছেলে পৌরশ মিয়া (৪৮)।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় এএসআই শাহ জামাল সহ একদল পুলিশ অভিযান পরিচালনা করিয়া গতকাল বৃহ:বার ১৩ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী অজুদ মিয়াকে গ্রেফতার করেন।
পৃথক আরেকটি অভিযানে থানার এসআই মোঃ লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গত বুধবার বিকালে কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারের দক্ষিনে মুরগীর ফার্মের মুরগীর ঘরের সামনে ফাঁকা জায়গায় তাস দ্বারা জুয়া খেলারত অবস্থা মোঃ আনফর আলী (৫২), মোঃ মুক্তি মিয়া (৪৫), রিপন দাস (৩২), মোঃ আবুল মিয়া (৪৮),আরশ আলী (৫০),পৌরশ মিয়া (৪৮)কে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে জগন্নাথপুর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের গতকাল বৃহ:বার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর