May 20, 2024, 5:46 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান
জগন্নাথপুরে আগুনে পুড়ে যাওয়া ফার্ম।ছবিঃফখরুল ইসলাম

জগন্নাথপুরে আগুনে পুড়ে গেল মোরগের ফার্ম,ক্ষতিগ্রস্ত পরিবারে আহাজারি

ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে আগুনে পুড়ে যাওয়া ফার্ম।ছবিঃফখরুল ইসলাম

সুনামগঞ্জের জগন্নাথপুরে আগুনে পুড়ে গেছে একটি ব্রয়লার মোরগের ফার্ম। সাথে পুড়েছে ফার্মে থাকা ৬ দিন বয়সের এক হাজার মোরগের বাচ্চা।এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।তা দেখে ক্ষতিগ্রস্ত পরিবারে চলছে আহাজারি। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে।
স্থানীয়রা জানান, শাল্লা উপজেলার ইসলামপুর গ্রামের দিন মজুর মহি উদ্দিন দীর্ঘ প্রায় ২০ বছর ধরে নারিকেলতলা গ্রামে তাঁর শাশুরির বাড়িতে স্বপরিবারে বসবাস করছেন। এর মধ্যে কয়েক বছর ধরে মহি উদ্দিন তার শাশুরির বাড়ির পাশে একটি মোরগের ফার্ম গড়ে তুলেছেন।এ ফার্মের আয় দিয়ে চলতো তাদের সংসার।
তবে হঠাৎ করে ১০ মার্চ মঙ্গলবার ভোরে ফার্মে ঘটে অগ্নিকান্ডের ঘটনা। আগুনে পুরো টিনসেড ফার্মটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ফার্মে থাকা ৬ দিন বয়সের এক হাজার মোরগের বাচ্চা ও মোরগের খাদ্য পুড়েছে। তা দেখে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার আহাজারি করছেন।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক মহি উদ্দিন বলেন, এ ফার্মের আয় দিয়ে চলতো আমার সংসার। ফার্মটি পুড়ে যাওয়ায় পথে বসে গেছি। কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। তবে কিভাবে আগুন লেগেছে জানি না। এতে সব মিলিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ফার্মটি কিছু সময়ের মধ্যে পুড়ে যায়। ফার্মের সাথে আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও একমাত্র আয়ের উৎস পুড়ে গেল।

প্রাইভেট ডিটেকটিভ/১০ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর