May 29, 2024, 1:53 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

চিলমারীতে ভিজিএফ ও মানবিক সহায়তা পায়নি ভিক্ষুক ও প্রতিবন্ধি পরিবার।

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃঃ
কুড়িগ্রামের চিলমারীতে সরকারী ভাবে আসে সহায়তা বিতরন হয় সাথে লুটপাটেরও চলে মহাউৎসব। অনিয়ম আর লুটপাটের উৎসবে সহায়তা থেকে বঞ্চিত হয় হাজারো অসহায় দারিদ্র, দুঃস্থ, ভিক্ষুক, প্রতিবন্ধি পরিবার গুলো। সেই সাথে ভিজিএফ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (জিআর) সুবিধা থেকে বাদ পড়লো ভিক্ষুক ও প্রতিবন্ধি পরিবার মহর, ফরিদা, মৌসুমীসহ দারিদ্র, দুঃস্থসহ শতশত অসহায় পরিবার। জানা গেছে, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের গাবেরতল এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন ভিক্ষুক ও প্রতিবন্ধি মহর উদ্দিন। স্ত্রী মালেকা কিছুটা সুস্থ্য থাকলেও পরিবারের সকলেই প্রতিবন্ধি। প্রতিবন্ধি মহর আলী বয়সের ভাবে নুয়ে পড়লেও স্ত্রী সন্তানসহ সারাদিন ভিক্ষা করেন যা পান তাই দিয়ে দিন পাড় করেন, এভাবেই চলে তার সংসার। ভিক্ষা করলে খাবার জোটে, না করলে উপোসে কাটতে হয়। স্বপরিবারে প্রতিবন্ধি এর উপর সকলে ভিক্ষাবৃত্তির করেই জীবন ধারন করে এরপরেও সরকারের দেয়া সদ্য ভিজিএফ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (জিআর) থেকে বঞ্চিত হওয়ায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। হাজার হাজার পরিবারের জন্য আসা অনুদান তাহলে কে পাচ্ছে মন্তব্য করে অনেকে বলেন কারা পাচ্ছে এসব সুবিধা নাকি বিতরনের নামে চলে লুটপাট। শুধু মহর আলী নয় বানুকিশামত এলাকার প্রতিবন্ধি মৌসুমী, পাত্রখাতা এলাকায় অন্যের জায়গায় বাস করেন প্রতিবন্ধি ফরিদাসহ অনেকের ভাগ্যে জোটেনি ভিজিএফ কিংবা মানবিক সহায়তা (জিআর) বরাদ্দের টাকা। খোজ নিয়ে জানা গেছে উপজেলায় এবারে ২৫ হাজার ১৬২ পরিবারকে পরিবার প্রতি ভিজিএফ এর ৪৫০ টাকা ও ৩হাজার ৭৫০ পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (জিআর) এর পরিবার প্রতি ৪শত টাকা করে দেয়ার কথা থাকলেও বিভিন্ন ইউনিয়নে খোজ নিয়ে জানা গেছে কতিপয় সংশ্লিষ্টরা তালিকায় অনিয়ম করে নিজেদেরও পকেট ভারি করতে লুটপাটে নেমে পড়েছিলেন ফলে শতশত পরিবার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। নাম প্রকাশে বেশ কিছু সুবিধাভুগিরা জানান, টাকা তুলে ভাগও দেয়া লেগেছে। বেশকিছু সচেতন মহল মন্তব্য করে বলেন, যা বরাদ্দ দেয়া হয়েছে এই উপজেলার দারিদ্র ও দুঃস্থ মানুষ তো দুরের কথা কেউ বাদ পড়ার কথা নয়, প্রতিটি ওয়ার্ডের তালিকা ধরে তদন্ত করে ব্যবস্থা নেয়াও দাবি জানান তারা। কথা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ কোহিনুর রহমান বলেন, শুধু মহর, ফরিদা বা মৌসুমী কেন বরাদ্দ অনুযায়ী তো কোন অসহায় দুঃস্থ পরিবার বাদ পড়ার কথা নয়, বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর