May 20, 2024, 10:20 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে বিধি বহির্ভূতভাবে শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন রামু উপজেলা বিএনপির তিন নেতা বহিষ্কার সুন্দরগঞ্জে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ দিনাজপুরে চতুর্থ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে ৩ উপজেলায় প্রতিক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাত পোহালে শার্শা উপজেলা পরিষদ নির্বাচন, এই প্রথম বার এই উপজেলায় ইভিএম এ ভোট দিবে ভোটাররা পটুয়াখালীতে মাসব্যাপী তাঁত শিল্প মেলা শুরু হয়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি -বিশিষ্ট সাংবাদিক আতিকের রংপুর খামার মোড়ে প্রবাসীর বাসায় হামলার চেষ্টা, আতংকে ভুক্তভোগী পরিবার ইসলামপুরে যমুনা পাড়ের হত দরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ কক্সবাজার র‍্যাব-১৫ অভিযানে ৭ লক্ষ ইয়াবাসহ আটক ৪

চারদিনের সফরে আজ সিঙ্গাপুর যাচ্ছেন সু চি

চারদিনের সফরে আজ সিঙ্গাপুর যাচ্ছেন সু চি

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

রাখাইনে সেনা অভিযান শুরুর বর্ষপূর্তির আগে চারদিনের সফরে আজ রোববার সিঙ্গাপুর যাচ্ছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়ান লুং-এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে সফরের বিস্তারিত কোনও তথ্য জানায়নি সু চির কার্যালয়। দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার টাইমসের খবরে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সফরের বিস্তারিত তথ্য জানানো হয়নি। ২০১৬ সালে রাষ্ট্রীয় উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর সিঙ্গাপুরে এটি সু চির দ্বিতীয় সফর। এই সফরের সময়ে মিয়ানমার-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পালিত হবে। রাখাইন সংকট নিয়ে গত বছরজুড়ে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের সমালোচনা করে আসলেও তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখে সিঙ্গাপুর। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক কার্যালয়ের স্থায়ী উপসচিব উ অং কিয়াও জান জানিয়েছেন, আগামি ২২ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন সু চি। তিনি বলেন, এই সফরে সু চি একটি ভাষণ দেওয়ার পাশাপাশি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

সিঙ্গাপুরের পররাষ্ট্রবিষয়ক তথ্য বিভাগের তরফে জানানো হয়েছে, সফরের সময়ে মঙ্গলবার ৪৩তম সিঙ্গাপুর ভাষণে সু চি মিয়ানমারের গণতান্ত্রিক রুপান্তরের চ্যালেঞ্জ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভাষণ দেবেন। নিরাপত্তা চৌকিতে হামলার পর গত বছরের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাবিরোধী সেনা অভিযান শুরু করে মিয়ানমার। খুন, ধর্ষণ আর অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা নাগরিক। জাতিসংঘের মানবাধিকার কমিশন ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ওই অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ ও ‘গণহত্যা’ আখ্যা দেয়। বছরজুড়ে আন্তর্জাতিক সমালোচনায় বিদ্ধ হতে থাকে মিয়ানমার সরকার। সিঙ্গাপুর সফরে রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়েও সু চি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। রাখাইন সংকটের কোনও টেকসই সমাধান খুঁজে না পাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমার সরকারের কঠোর সমালোচনা অব্যাহত রাখলেও সংকট মোকাবিলায় মিয়ানমার সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি অবিচল সমর্থন জানিয়ে আসছে সিঙ্গাপুর। গত বছর মিয়ানমার ও সিঙ্গাপুরের বাণিজ্য ২৮ শতাংশ বেড়ে প্রায় ৩৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এর মধ্যে মিয়ানমার দ্বীপ রাষ্ট্রটি থেকে ৩১০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। আর সেখানে তাদের রফতানির পরিমাণ ৭৫ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। মিয়ানমার সিঙ্গাপুরে অন্যান্য পণ্যের পাশাপাশি প্রধানত কৃষিপণ্য, ফুটওয়ার, টেক্সটাইল, খনিজ ও প্রাণীজাত পণ্য রফতানি করে থাকে। বিপরীতে সিঙ্গাপুর থেকে তারা খাবার, রাবার ও প্লাস্টিক, তেল, মূলধন পণ্য, অসম্পূর্ণ পণ্য, ভোগ্যপণ্য, ধাতু ও রাসায়নিক আমদানি করে থাকে।

মিয়ানমার টাইমস জানিয়েছে, আসন্ন সফরে বাণিজ্যের পাশাপাশি সু চি ও লি শ্রমিক ইস্যুতেও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সিঙ্গাপুরে গৃহকর্মী পাঠানোর ওপর মিয়ানমার সরকারের নিষেধাজ্ঞাও তাদের আলোচনায় স্থান পাবে। নির্যাতনের অভিযোগ ওঠার পর সিঙ্গাপুরে গৃহকর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে মিয়ানমার সরকার।

Share Button

     এ জাতীয় আরো খবর