March 28, 2024, 3:10 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

কেশবপুরে বাড়িতে রেখে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা এলাকাবাসীর মধ্যে আতংক

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ

যশোরের কেশবপুরে বাড়িতে রেখে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়ায় এলাকাবাসী আতংকগ্রস্থ হয়ে পড়েছে। এলাকাবাসী আক্রান্ত ব্যক্তিকে  করোনা ইউনিটে নিয়ে চিকিৎসার দাবী জানিয়েছেন। এদিকে সোমবার সকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল টিম আক্রান্ত ওই ব্যক্তির স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করে যশোর সিভিল সার্জন অফিসের মাধ্যমে খুলনায় প্রেরণ করেছেন।জানা গেছে, যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীর (৩৩) করোনা উপসর্গ দেখা দিলে গত ৮ এপ্রিল ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজের ল্যাবে প্রেরণ করা হয়। এরপর তিনি সেখান থেকে কেশবপুর উপজেলার ইমাননগর গ্রামের শ্বশুর বাড়িতে অবস্থান করেন। এরপর ১২ এপ্রিল খুলনা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ঐ স্বাস্থ্য সহকারীর নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় বলে জানায়। এ খবর পাওয়ার পর যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. দিলীপ রায় ঐ গ্রামে উপস্থিত হয়ে করোনায় আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারীকে শ্বশুর বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন।এসময় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ওই বাড়িটি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়। করোনা আক্রান্ত রোগীকে কেশবপুরের শ্বশুর বাড়িতে রেখে চিকিৎসা দেয়ার খবর ছড়িয়ে পড়লে কেশবপুর সদরসহ কেশবপুরের পূর্বাংশে আতংক ছড়িয়ে পড়েছে।একটি সুত্র থেকে জানা গেছে, করোনা আক্রান্ত রোগীর শ্বশুর বাড়িতে একটি মাত্র বাথরুম রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন স্বাস্থ্যকর্মী বলেন, একই বাথরুম যদি সকলে ব্যবহার করে তবে ওই বাড়ির সকলেরই করোনায় আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। ওই বাড়িতে একটি মাত্র বাথরুম থাকায় কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন করোনা আক্রান্ত ব্যক্তির বাথরুম ব্যবহারের জন্য একটি কমোড চেয়ার দিয়েছেন।পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, তার ইউনিয়নের ইমাননগর গ্রামে শ্বশুর বাড়িতে রেখে মনিরামপুরের করোনা আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা করানোর খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে এখান থেকে নিয়ে যাওয়ায় দাবি করেন তিনি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল টিম ঐ বাড়িতে উপস্থিত হয়ে আক্রান্ত ব্যক্তির স্ত্রী ও শিশু সন্তানের নমুনা সংগ্রহ করে যশোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রা রানী দেবনাথ বলেন, ওই স্বাস্থ্য সহকারীর চিকিৎসাসহ নমুনা সংগ্রহকারী তিনিসহ ১০ জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, করোনায় আক্রান্ত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীকে তার শ্বশুর বাড়িতে রেখেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. দিলীপ রায় বলেন, করোনা আক্রান্ত ঐ ব্যক্তিকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থার অবনতি হলে যশোর নিয়ে আসা হবে।এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, আক্রান্ত ব্যক্তির অবস্থান করা তার শ্বশুরবাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে এলাকাবাসী করোনায় আক্রান্ত ব্যক্তিকে ঐ গ্রাম থেকে নিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে রেখে চিকিৎসার দাবী জানিয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ এপ্রিল ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর