May 30, 2024, 12:39 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

কাশ্মির প্রশ্নে ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

কাশ্মির প্রশ্নে ভারত-পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মিরের চলমান পরিস্থিতিকে গভীর পর্যবেক্ষণের আওতায় রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। উত্তেজনাকর পরিস্থিতিতে ভারত-পাকিস্তান দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। গত সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি জম্মু-কাশ্মিরের প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে রাজ্যসভায় বিল পাস করে বিজেপি সরকার। পরদিন মঙ্গলবার (৬ আগস্ট) লোকসভায়ও পাস হয় বিলটি।

ভারতের জম্মু-কাশ্মির পুনর্গঠন বিল ২০১৯ এর আওতায় জম্মু-কাশ্মির ও লাদাখ হবে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। এ নিয়ে মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ভারতকে হুঁশিয়ার করা হয়। দুই পক্ষের মধ্যে সীমান্ত সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল তা মেনে চলার জন্য এবং সীমান্ত ইস্যুগুলো আরও জটিল করে তুলবে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। পাকিস্তান ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে সামর্থ্যরে সবকিছু দিয়ে লড়াই করার ঘোষণা দিয়েছে।

ইইউ-এর পররাষ্ট্র বিষয়ক একজন মুখপাত্র কার্লোস মার্টিন রুইজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা প্রধানত যে বার্তাটি দিতে চাই, তা হলো কাশ্মিরসহ গোটা অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির মতো কোনও পরিস্থিতি তৈর না হওয়াটাই সবথেকে জরুরি।’ কাশ্মির নিয়ে ভারত সরকারের সাম্প্রতিক পদক্ষেপের রাজনৈতিক ও আইনি তাৎপর্য রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর