March 28, 2024, 8:30 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

কলাপাড়ায় জমির ধানকাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১২

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় জমির ধানা কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারী, পুরুষ সহ অন্তত: ১২ জন গুরুতর জখম হয়েছে। উপজেলার ধানখালী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।আহতদের সূত্রে জানা যায়, উপ জেলার ধানখালী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের আলতাফ মাতুব্বর এবং বাবুল হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ণ ওই জমিতে উভয় পক্ষ চাষাবাদ করলেও সালিশ মীমাংসার পর জমির ধান কাটার কথা থাকলেও শুক্রবার সকালে আলতাফ মাতুব্বরের লোকজন জমির ধান কাটা শুরু করে। এতে বাবুল হাওলাদারের লোকজন বাঁধা দিতে গেলে বাকবিতন্ডার এক পর্যায়ে নিজামকে ধান কাটার কাঁচি দিয়ে কুপিয়ে জখম করে আলতাফ মাতুব্বরের লোকজন। এরপর উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই অন্তত: ১২ জন গুরুতর জখম হন । আহতদের মধ্যে মো. বাবুল হাওলাদার (৪৫), তার স্বজন কাশেম হাওলাদার (৩৫), আবুল হাওলাদার (৪০), স¦রভানু (৩৫), মিরাজ ফকির (২৫), মন্টু প্যাদা (৪৫), মোসাঃ রুজিনা বেগম (৩৫), লালসন বিবি (৫০)। এছাড়া আলতাফ মাতুব্বরের স্বজন মো. সোহরাব হোসেন (৬০) এবং নুর আলম (২৮) আহত অবস্থায় কলাপাড়া হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২০ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর