March 28, 2024, 8:23 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

কর্তৃপক্ষের অবহেলায় মৃত সন্তান জন্মের অভিযোগ, রাজশাহীতে হাসপাতালে ভাংচুর

কর্তৃপক্ষের অবহেলায় মৃত সন্তান জন্মের অভিযোগ, রাজশাহীতে হাসপাতালে ভাংচুর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কর্তৃপক্ষের অবহেলায় মৃত সন্তান জন্মের অভিযোগ তুলে রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর চালিয়েছে এক প্রসূতির স্বজনরা। গতকাল সোমবার ওই প্রসূতির স্বজনরা হাসপাতাল ভাংচুর ও পরিচালকের কক্ষ ঘেরাও করে রাখে বলে নগরীর শাহমুখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি বলেন, হাসপাতালে রোগীর স্বজনদের উত্তেজনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে তাদের হাসপাতাল থেকে বের করে দেয়। তবে বের হওয়ার আগে তারা জানালার কাচ ও টব ভাংচুর করে। হাসপাতালের ৪০৬ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে চিকিৎসাধীন জুলিয়া বেগমের স্বজনরা এ ভাংচুর চালায়। জুলিয়া নগরীর আসাম কলোনির নাজমুল হাসান টগরের স্ত্রী। গত রোববার বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে মৃত সন্তানের জন্ম দেন তিনি। টগর বলেন, শনিবার রাত ১২ টার দিকে তার স্ত্রীকে রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসক আবেদা বেগমের তত্ত্বাবধানে দেয়। রাতেই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মা ও সন্তান ভাল আছে জানিয়ে গত রোববার ভোর ৬টার দিকে অপারেশনের (সিজার) সময় দেন। কিন্তু তিনি আর হাসপাতালে আসেননি। পরে গত রোববার বেলা ৩টার দিকে তার স্ত্রী সিজারিয়ান অপারেশেনের মাধ্যমে মৃত সন্তানের জন্ম দেন। সময়মত সিজার না করায় গর্ভে তার সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন টগর। এ ব্যাপারে চিকিৎসক আবেদা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার সহকারী সাবিনা বলেন, শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ভোরেই ম্যাডাম কুষ্টিয়া চলে গেছেন। যাওয়ার আগে তিনি দুইদিন কোনো রোগী দেখবেন না তা হাসপাতাল কর্তৃপক্ষেকে জানিয়ে দিতে বলে গেছেন। সকাল ৯টার দিকে আমি হাসপাতালের পরিচালকে বিষয়টি জানিয়ে দিয়েছি। এ ব্যাপারে পরিচালক মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কথা বলতে রাজি হননি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর