March 19, 2024, 11:06 am

সংবাদ শিরোনাম
সিলেট তামাবিল মহাসড়কে ক্যারিক্যাব ও পিকআপের সংঘর্ষে নিহত ৫, আহত ৭ কুড়িগ্রামে ৩ শতাধিক রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে প্রচারণায় পুলিশ সিংড়ায় চলনবিলে সরকারী খাল দখলমুক্ত হওয়ায় মাছ ধরলো শত শত মানুষ র‍্যাবের অভিযানে রাজশাহীর বানেশ্বরে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় চক্রের মূলহোতা’সহ গ্রেফতার- ৩ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জাতির জনকের প্রতিকৃতিতে লালমনিরহাট জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন তিস্তা ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দলবদ্ধ হামলা লুটপাট ও ভাঙচুর, রমেকে ভর্তি র‍্যাবের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, ফেন্সিডিল ও নগদ অর্থ উদ্ধার’ ০৮ পেশাদার জুয়ারী ও মাদকসেবী গ্রেফতার চিনিকলের প্রশাসনিক কর্মকর্তা ও বেতারের সাবেক শিল্পী নাজমুল ইসলামের ইন্তেকাল

করোনা সচেতনতায় পুলিশের উদ্যোগে তানোরে গনমাধ্যম কর্মীসহ সাধারণ মানুষের মঝে চলছে মাক্স বিতরণ

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

রাজশাহীর তানোরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় থানা পুলিশের উদ্যোগে গণমাধ্যমকর্মী, সাধারণ মানুষ ও গ্রাম পুলিশদের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে। পাশাপাশি এলাকার গরীব ও অসহায় মানুষদের হাতে কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়। মঙ্গলবার (৩১শে মার্চ) ২০২০ ইং বেলা সাড়ে ১১ টার দিকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান এর নেতৃত্বে করোনা সচেতনতায় এগুলো প্রদান করা হয়েছে। সেই সময় থানা পুলিশের পক্ষ থেকে দুরত্ব বজায় রেখে আরো উপস্থিত ছিলেন, থানার তদন্ত (ওসি) আনোয়ার হোসেন, সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা, এএসআই ফারুকসহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্য।এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, আমরা থানা পুলিশসহ বিভিন্ন প্রসাসনের পক্ষ থেকে তানোর থানা এলাকায় প্রতিনিয়ত জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করে চলেছি। তাদের মাঝে বিতরণ করা হচ্ছে মাক্স ও সাবান। তাছাড়াও নিম্ন আয়ের মানুষের মাঝে দেওয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী। এমনকি রাস্তা-ঘাট, দোকান-পাটসহ জনবসতিপূর্ণ এলাকা গুলোতে স্প্রে ম্যাশিনের মাধ্যমে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হচ্ছে।এছাড়াও করোনা ভাইরাসের ঝুঁকি রোধে সামাজিক দূরত্ব বজায়ের লক্ষ্যে ব্যাবসা প্রতিষ্ঠানসহ জনবহুল জায়গা গুলোতে ৩ফিট পরপর রং দিয়ে রেখা অঙ্কন করে দিচ্ছি। জনসাধারণকে কোয়ারিন্টাইন নিশ্চিত কারনের বিষয়টি বোঝানোর পাশাপাশি চালানো হচ্ছে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার অভিযান। আমারা কোনভাবেই যেন আক্রান্ত না হই, সেজন্য প্রত্যেককে বিশেষভাবে সচেতন থাকতে হবে। একই সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সকল নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান ওসি।উক্ত করোনা ভাইরাস প্রতিরোধে দূরত্ব বজায় রেখে মাক্স বিতরণের সময় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার নির্বাহী সম্পাদক ও ব্যুরো প্রধান মোঃ রুহুল আমীন খন্দকার, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ টিপু সুলতান, সাংবাদিক লুৎফর রহমান, মামুনুর রশীদ, ডাঃ আঃ হান্নান, মারুফ খান জয়, মোস্তাফিজুর রহমান, শাওন সরকার, জয় কুমার দাস, আবু রায়হান রিকো ও সোহেল রানা প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ মার্চ ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর