March 28, 2024, 2:20 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ
ছবি: সংগৃহীত

এবার সাংবাদিককে ঘুষি মারার হুমকি ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারোর

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ছবি: সংগৃহীত

ফের বিতর্কে জড়ালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এবার এক সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দিয়েছেন তিনি। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের।সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজধানী ব্রাসিলিয়ার মেট্রোপলিটন ক্যাথেড্রাল (গির্জা) পরিদর্শনে যান ব্রাজিল প্রেসিডেন্ট। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে এক সাংবাদিক দুর্নীতিতে বলসোনারের স্ত্রীর জড়িত থাকার অভিযোগ নিয়ে তাকে প্রশ্ন করেন। এতে মেজাজ হারিয়ে ক্যামেরার সামনেই ওই সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দেন ব্রাজিলের প্রেসিডেন্ট।জানা যায়, ওই সাংবাদিক হচ্ছেন দেশটির ‘ও গ্লোবো’ পত্রিকার প্রতিবেদক।স্ত্রীর দুর্নীতির অভিযোগ নিয়ে বলসোনারোর বক্তব্য জানতে চেয়েছিলেন ওই প্রতিবেদক।তখনই রেগে গিয়ে বোলসোনারো বলেন, তোমার মুখে ঘুষি মারতে ইচ্ছে করছে।ভিডিওতে দেখা গেছে, ‘ও গ্লোবো’র প্রতিবেদককে এ হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।পত্রিকাটি এক বিবৃতিতে জানায়, আমাদের প্রতিবেদক সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন আর তার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখালেন প্রেসিডেন্ট।প্রেসিডেন্ট বেরিয়ে আসার রিপোর্টার ফার্স্ট লেডি মিশেল বলসোনার অ্যামাজন দুর্নীতির বিষয়ে প্রশ্ন করেন। এতে প্রেসিডেন্ট দাঁড়িয়ে যান। বলে উঠেন, তোমার মুখে চড় কষে দিতে ইচ্ছে করছে আমার।এ ঘটনা নিয়ে বলসোনারোর কার্যালয়ে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কিছু মন্তব্য করতে অস্বীকৃতি জানান তার মুখপাত্র।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ আগষ্ট ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর