March 28, 2024, 2:38 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

উন্নয়নের অভিযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: পাটমন্ত্রী

উন্নয়নের অভিযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: পাটমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে চলছে। বর্তমান সরকার এই অভাবনীয় সাফল্যের দাবীদার। কিন্তু উন্নয়নের এ অভিযাত্রা অব্যাহত রাখার দায়িত্ব এখন দেশের জনগণের। আগামি জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ নৌকার বিজয় নিশ্চিত করে যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো সরকার গঠনের সুযোগ দেয় তবে উন্নয়নের এ গতি অব্যাহত থাকবে। বিশ্বে বাংলাদেশের স্থান ও মান আরো সমুন্নত হবে, উজ¦ল হবে। গতকাল বুধবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার শহীদ মামুন হাইস্কুল ও কলেজ সরকারিকরণে কলেজ কর্তৃপক্ষের আয়োজিত সংবর্ধনা শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে থেকে যখন জনগণের উন্নয়নের কথা ভাবছে তখন স্বাধীনতা বিরোধী শক্তির সাথে ঐক্যজোট করে দলবিহীন কতিপয় নেতারা দেশকে আবারো অন্ধকারের দিকে নিয়ে যাবার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু এদেশের জনগণ বুঝতে শিখেছে, তারা ষড়যন্ত্রকারীদের ফাঁদে আর পা দেবে না। তারা বুঝে গেছে আওয়ামী লীগ এদেশের শক্ত কা-ারি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের যোগ্য রাষ্ট্রনায়ক। তাঁর কাছেই দেশ ও জাঁতি নিরাপদ। মন্ত্রী দেশের উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্য অর্জনে আবারো নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইটি নেটিজেন লিঃ এর ডাইরেক্টর তৌফিকুর রহমান, মান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার হাফিজুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোল্লা এমদাদুল হক, সহসভাপতি শেখ আবদুল লতিফ, মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মফিজ উদ্দিন মন্ডল, বর্তমান অধ্যক্ষ বেদারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মুক্তিযোদ্ধা ইব্রাহীম হোসেন, শহীদ মামুনের বোন লায়লা আরজুমান বানু, প্রসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, প্রভাষক গৌতম কুমার ও পান্ডব চন্দ্র প্রামানিক, শিক্ষক মাহফুজা মোর্শেদ প্রমুখ। সমাবেশের আগে প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর