May 20, 2024, 8:18 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

আগামীকাল সোমবার থেকে ভোলা জেলার সকল দোকান ও শপিং মল বন্ধ

রাকিব হোসেন, ভোলা জেলা ব্যুরো প্রধানঃ
আগামীকাল সোমবার (১৮ মে) থেকে ভোলা জেলার সকল দোকান ও শপিং মল বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। তবে এ নির্দেশনার আওতাধীন থাকবে না জরুরী নিত্যপন্য, কাঁচাবাজার ও ঔষধের দোকান। রবিবার (১৭ মে) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করেন ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলম সিদ্দক। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্টান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বিগত ৭ দিন মার্কেট ও শপিংমলসমূহ সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয় যে, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের উপচে পড়া ভিড় এবং আগত ক্রেতা/বিক্রেতাদের অধিকাংশই সরকার প্রদপ্ত স্বাস্থ্যবিধি/শর্ত এবং সামাজিক দুরুত্ব বজায় নিশ্চিত করণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। অতএব, জনসাধারণ তথা সার্বিক ভোলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও করোনা সংক্রমন বিস্তার প্রতিরোধের স্বার্থ বিবেচনায় জেলার সচেতনমহল, সুধী সমাজ ও জেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটির সাথে আলোচনা করে আগামী ১৮ মে, ২০২০ তারিখ সোমবার থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ভোলা জেলার সকল ধরণের মার্খেট, শপিংমল, দোকান-পাট/ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার, ঔষুধের দোকান ও অন্যান্য জরুরী পরিসেবা পূর্বের জারিকৃত নির্দেশনা অনুযায়ী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এদিগে করোনার সংক্রমন প্রতিরোধের পাশাপাশি জেলাবাসীর স্বাস্থ্য বিবেচনা করে জেলা প্রশাসনের এমন উদ্যেগকে স্বাগত জানিয়েছেন জেলার সচেতন মহল।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর